Advertisement
Advertisement

Breaking News

Yash Dasgupta

হ্যাক হল যশ দাশগুপ্তর ফেসবুক পেজ! সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা

কী বললেন যশ?

Yash Dasgupta's Facebook Page hacked| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 23, 2023 3:42 pm
  • Updated:February 23, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ব্যক্তিগত ছবি ভাইরাল হওয়ায় সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। এই ঘটনার একদিন কাটতে না কাটতেই হ্যাক হল টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর ফেসবুক অ্য়াকাউন্ট! টলি হোক বা বলি সেলেব কারওর যে ব্যক্তিগত কোনও কিছুই সুরক্ষিত নয়, তা যেন আবার প্রমাণ হল। অভিনেতা যশ (Yash Dasgupta) টুইট করে লিখলেন, ”বুধবার বিকেলে আমার অফিসিয়াল ফেসবুক পেজের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় যদি কোনও সন্দেহজনক কিছু ঘটে থাকে, তা সম্পূর্ণ আমার অজান্তে। আমার টিম পেজের নিরাপত্তা আরও জোরালো করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।”

[আরও পড়ুন: ও হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চায়! মুসলিম ধর্মে বিয়ে করায় স্বরাকে তোপ অযোধ্যার মোহন্তের]

কিছু মাস আগে ইদে মুক্তিপ্রাপ্ত একটি মিউজিক ভিডিও-তে যশ-নুসরত, যথেষ্ট নজর কেড়েছেন। তারপরেই শোনা যাচ্ছিল যশের (Yash Dasgupta) হিন্দি ছবিতে যুক্ত হওয়ার খবর। প্রসঙ্গত, ‘গ‌্যাংস্টার’, ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’ যশের উল্লেখযোগ‌্য ছবি। তাঁর এই সিনেমা সফরের মাঝে গতবছর তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তখন অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে, ফিল্ম এবং রাজনীতি তিনি কীভাবে ব‌্যালান্স করেন। তবে যশ অভিনয় জারি রেখেছেন। এবার দেখার বলিউডের খাতায় নাম লেখানোর পর তাঁর ফিল্ম কেরিয়ার কোন দিকে মোড় নেয়।

[আরও পড়ুন: ‘আমি এবং অরিজিৎ’, সোশ্যাল মিডিয়ায় নতুন কাজের ঘোষণা রূপম ইসলামের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement