Advertisement
Advertisement

Breaking News

Yash Dasgupta

‘তুমি কি ভার্জিন?’, দু’বাচ্চার বাবা যশকে প্রশ্ন, উত্তর শুনলে ভিরমি খাবেন!

কী বললেন নুসরতের স্বামী?

Yash Dasgupta was asked Is he Virgin? Nusrat jahan's husband reacts | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 16, 2023 3:09 pm
  • Updated:June 16, 2023 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানের বাবা যশ। দুই বিয়ে। নুসরতের আগেও বিয়ে করেছিলেন। প্রথম বিয়েকে যদিও আড়ালেই রেখেছেন সবসময়ে। তবে নুসরত জাহানের সঙ্গে এখন তাঁর সুখের ঘরকন্না। সেই অভিনেতার কাছে কিনা এবার প্রশ্ন গেল- ভার্জিনিটি খুঁইয়েছেন কিনা?

প্রসঙ্গত, যশ এখন বেজায় ব্যস্ত। টলিউড থেকে পাড়ি দিয়েছেন সুদূর মায়ানগরীতে। প্রথম হিন্দি সিনেমার শুট করেছেন মাত্র। চলতি বছরের অক্টোবর মাসেই মুক্তি পাবে যশ অভিনীত হিন্দি ছবি ‘ইয়ারিয়া ২’। কাজের অবসরে সময় পেলেই নুসরত জাহানকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ছেন। সংসারে দুই সন্তান। এসবের মাঝেই যশের কাছে উড়ে এল প্রশ্ন- ‘তুমি কি ভার্জিন?’

Advertisement

আসলে, যশ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে #Askmeanything সেশন করেছিলেন। সেখানেই ভক্তদের যেমন খুশি প্রশ্ন করার সুযোগ দেন তিনি। সেই পর্বেই অভিনেতার উদ্দেশে উড়ে আসে এমন উদ্ভট প্রশ্ন। তবে গুটিয়ে যাননি। বরং উত্তরও দিয়েছেন ‘বোঝে না সে বোঝে না ধারাবাহিকের’ অরণ্য। রসিকতা করেই যশ দাশগুপ্ত বললেন, “হ্যাঁ, একদম।”

[আরও পড়ুন: ছেলে করণের মেহেন্দিতে বিশেষ চমক, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন সানি দেওল]

প্রসঙ্গত, অভিনয় কেরিয়ারের একেবারে গোড়ার দিকে মুম্বইয়ের মেয়ে শ্বেতা সিংহ কালহানসের সঙ্গে বিয়ে করেন যশ। তাঁদের এক সন্তানও রয়েছে রেয়াংশ। সে যদিও এখন নুসরতের নয়নমণি। দুই সন্তানকে আগলে মানুষ করছেন অভিনেত্রী। যশ-নুসরতের সন্তানের নাম ঈশান।

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন স্বয়ং ‘বজরংবলী’! হলের বাইরে পুড়ল আতসবাজি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement