Advertisement
Advertisement
Yash Dasgupta

‘আমি পরিবারের কুসন্তান’, অভিমানী যশের পোস্ট, পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে তারকার?

নুসরত বিতর্কের জেরেই কি এই দূরত্ব?

Yash Dasgupta shared his thought about Family on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 1, 2021 10:58 am
  • Updated:July 1, 2021 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে যশ দাশগুপ্তর (Yash Dasgupta)? অভিনেতার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর এই প্রশ্নই উঠছে। সাদা-কালোর আবহে নিজের একটি ছবি পোস্ট করেছেন বিজেপির তারকা সদস্য। ছবির ক্যাপশনে লেখা (ভাবানুবাদ অনুযায়ী), “আমি পরিবারের কুসন্তান হতে পারি তবে যারা সুবোধ তারা কিন্তু ততটাও সুবোধ নয়।”

Instagram Post of Actor Yash Dasgupta

Advertisement

শুধু ইনস্টাগ্রাম পোস্ট নয় স্টোরিতেও ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেছেন যশ। যেখানে তিনি লিখেছেন, “পরিবার সাধারণত মানুষের সবচেয়ে নিরপদ স্থান হয়। কিন্তু কখনও কখনও এই স্থানটি থেকেই সবেচেয়ে বেশি আঘাত করা হয়।”

Instagram story of Actor Yash Dasgupta

[আরও পড়ুন: ‘রে’ সিরিজ নিয়ে প্রশংসার পরই পুজো নিয়ে সৃজিতকে কটাক্ষ তসলিমার]

যশের এই দুই পোস্টের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি নুসরত (Nusrat Jahan) কাণ্ডের পর থেকে পরিবারের সঙ্গে অভিনেতার দূরত্ব বেড়েছে? গত বছর যখন নুসরত ও নিখিলের সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে আসার কিছুদিন পর থেকেই অভিনেত্রীর সঙ্গে যশের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার একই স্টোরি শেয়ার করেছেন দু’জনে। নুসরতের ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারেও তাঁর সঙ্গে গিয়েছিলেন যশ। দু’জনের একসঙ্গে পার্টি করার ছবিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এমনকী একুশের বিধানসভা নির্বাচনের আগে যশ বিজেপিতে যোগ দেওয়ার পরও নাকি তাঁদের সম্পর্কে কোনও পার্থক্য হয়নি। তারপরও একে অন্যের তোলা ছবি পোস্ট করেছেন দু’জনে।  

এমন পরিস্থিতিতেই আবার নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপরই নিখিল (Nikhil Jain) জানিয়ে দেন, নুসরতের সন্তানের বাবা তিনি নন। নিখিলের বক্তব্য়ের পরই নুসরতের সন্তানের বাবা হিসেবে যশের নাম উঠে এসেছিল। অনেকে মনে করছেন এই বিতর্কের জেরেই বোধহয় বিজেপির (BJP) তারকা সদস্যের পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে। যার জেরে তিনি এই অভিমানে ভরা পোস্ট দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই আবার টলিপাড়ায় জোর গুঞ্জন, টেলিভিশনে ফিরছেন যশ। একটি রিয়্যালিটি শোয়ে দেখা যেতে পারে তাঁকে। 

[আরও পড়ুন: জঙ্গি হানার গল্প নিয়ে প্রথম ওয়েব সিরিজেই চমক দিতে চলেছেন অক্ষয় খান্না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement