Advertisement
Advertisement
Nusrat Jahan Yash Dasgupta

আগামী মঙ্গলবার নুসরতকে ইডির তলব, কী প্রতিক্রিয়া যশ দাশগুপ্তর?

কী বললেন অভিনেতা?

Yash Dasgupta on Nusrat Jahan's ED summoned| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 9, 2023 9:03 am
  • Updated:September 9, 2023 9:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্য়াট প্রতারণা মামলায় নুসরত জাহানকে ইডির তলব করার খবরে আপাতত সরগরম টলিপাড়া। তবে ইডির তলব নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি নুসরতকে। অন্যদিকে, নিজের প্রথম বলিউড ছবি ‘ইয়ারিয়া ২’-এর প্রচারে বলিউড অভিনেত্রী দিব্যা খোসলা কুমারকে নিয়ে কলকাতা ঘুরলেন যশ। ঠিক তারই মাঝে সংবাদমাধ্যমের কাছে নুসরতের ইডি তলব নিয়ে মুখ খুললেন যশ।

তা কী বললেন অভিনেতা?

Advertisement

সংবাদমাধ্য়মকে যশ জানান, ”আমি এখন নতুন ছবির কাজে ব্যস্ত। আমার মনে হয় এটা সঠিক সময় নয়, এসব নিয়ে কথা বলার। সঠিক সময়েই এই বিষয় নিয়ে নিশ্চয়ই উত্তর দেব।”

[আরও পড়ুন: ‘ভাবতেই পারছি না…’, ‘গদর ২’র কথা বলতে গিয়েই কেঁদে ফেললেন সানি দেওল]

আর্থিক প্রতারণার অভিযোগে এবার ইডি তলবের মুখে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁকে নোটিস পাঠায় ইডি। পাশাপাশি যে সংস্থার হয়ে নুসরত কাজ করেছিলেন, সেই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে। ওই সংস্থার ডিরেক্টর থাকাকালীন ২০ কোটি টাকা বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত বলে গড়িয়াহাট থানায় এইআইআর (FIR) দায়ের হয়েছিল নুসরতের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে নুসরতকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন ইডি (ED) আধিকারিকরা। তাই তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

মাসখানেক আগে বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধেবেলা ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ, তৃণমূলের তারকা সাংসদ ((TMC MP) নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। এখন সেই টাকা ফেরত চান তাঁরা। ইডি যেন বিষয়টির তদন্তে নামে।

[আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ, ‘পাঠান’কে ছাপিয়ে ১৫০ কোটির ক্লাবে ‘জওয়ান’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement