Advertisement
Advertisement

Breaking News

Nusrat Yash

‘শীতকাল আসছে…’, একই ক্যাপশন দিয়ে ছবি পোস্ট যশ-নুসরতের, কাশ্মীরে জমে উঠেছে প্রেম

বরফের মাঝে দিব্যি আছেন দুই তারকা।

Yash Dasgupta and Nusrat Jahan posted picture of Kashmir with same caption | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 24, 2021 5:49 pm
  • Updated:October 24, 2021 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো শেষ।  কালীপুজোর (Kali Puja 2021) অপেক্ষা। উৎসবের মাসে এই সময়টায় বাঙালির পায়ের তলায় যেন সর্ষে থাকে। কেউ পাড়ি দেন সমুদ্রে, কেউ জঙ্গলে, কেউবা আবার পাহাড়ের কোলে ক’টা দিনের আস্তানা গড়ে নেন।  সেই কাজটিই করেছেন যশ-নুসরত (Yash Nusrat)।  কাশ্মীরে পাড়ি দিয়েছেন দুই তারকা।  আর সেখানেই যেন জমে উঠেছে দু’জনের প্রেম। 

Yash Nusrat

Advertisement

বেড়াতে যাচ্ছেন, বিমানবন্দরের ছবি ও ভিডিও পোস্ট করে সেকথা আগেই জানিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত।  শোনা গিয়েছিল, কাশ্মীরে যাচ্ছেন দুই তারকা। সেই গুঞ্জনই সত্যি হল যশের ইনস্টাগ্রাম স্টোরিতে। জম্মু-কাশ্মীরের গাণ্ডেরওয়াল এলাকার ওয়েদার চেকের ছবি পোস্ট করেছেন যশ (Yash Dasgupta)।  মাইনাস এক ডিগ্রি তাপমাত্রা সেখানে।

Yash Instagram Post

শীতে বেশ ভালই আছেন যশ ও নুসরত। একই টাঙার সামনে ছবি পোস্ট করেছেন দু’জনে। ক্যাপশনে লিখেছেন ‘উইন্টার ইজ কামিং’ অর্থাৎ শীতকাল আসছে। এই একই ক্যাপশনে যেন জমে উঠেছে দুই তারকার প্রেম। 

Yash and Nusrat

‘উইন্টার ইজ কামিং’ কথাটি আসলে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর ট্যাগ লাইন। সেই লাইনটিই নিজেদের আবেগ প্রকাশের জন্য ব্যবহার করেছেন যশ-নুসরত। তাই হ্যাশট্যাগ হিসেবে ‘গেম অফ থ্রোনস’ শব্দটিও ব্যবহার করেছেন দুই তারকা। 

Nusrat Jahan

কয়েকদিন আগে যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) ‘স্বামী’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। যশের জন্মদিনের কেকে নুসরত স্পষ্টই লিখে দিয়েছিলেন হাজব্যান্ড ও সন্তানের বাবা যশ! তারপর থেকেই যেন নেটিজেনরা আরও বেশি করে শুরু করে দিয়েছিলেন যশরত চর্চা। পুজোয় একসঙ্গে প্যান্ডেল হপিংও করেছেন দুই তারকা। এও শোনা যাচ্ছে প্রযোজক এনা সাহার (Ena Shaha) নতুন ছবিতে নাকি জুটি বাঁধতে পারেন নুসরত ও যশ।

Yash Dasgupta

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement