সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা ঘুরে গেলে বলিউড অভিনেত্রী দিব্য়া খোসলা কুমার। আর তাঁকে নিতে হলুদ ট্যাক্সি করে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন টলিউডের হ্যান্ডসাম নায়ক যশ দাশগুপ্ত। যশের এমন ওয়েলকাম দেখে আপ্লুত দিব্যা। তবে শুধু বিমানবন্দরে নয়, অভিনেত্রীকে সঙ্গে নিয়ে কালীঘাটেও পুজো দিলেন যশ। আসন্ন ছবি ‘ইয়ারিয়া ২’-এর সাফল্য কামনায় মা কালীর থেকে আশীর্বাদ নিলেন যশ ও দিব্যা।
প্রসঙ্গত, ২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘ইয়ারিয়া’। সেই ছবি বক্সঅফিসে খুব একটা ছাপ ফেলতে না পারলেও নবীন প্রজন্মের মনে দাগ কেটেছিল সিনেমার গান। আট বছর পর এবার সেই সিনেমারই সিক্যুয়েল আসতে চলেছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘ইয়ারিয়া ২’র টিজার। সেখানেই দেখা গেল যশ দাশগুপ্তকে। ঝলকে অভিনেতা উসকে দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’র ‘অরণ্য’ নস্ট্যালজিয়া। যে চরিত্রে বাঙালির অন্দরমহলে তিনি মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছিলেন।
View this post on Instagram
টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত যে বলিউডে পাড়ি দিয়েছেন, সে খবর আগেই মিলেছিল। বলিউড অভিনেত্রী দিব্যা খোসলার বিপরীতে তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলার যশ। একেবারে কর্পোরেট, আনরোম্যান্টিক স্বামীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। স্ত্রী দিব্যার সঙ্গে বনিবনা না হওয়ার ঝলকও ধরা পড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে এমন দাম্পত্য রসায়ণ দেখে ভক্তদের অনেকেই আবার পাখি-অরণ্যকে শরণ করেছেন।
View this post on Instagram
তবে শুধু যশ নয়, এই ছবিতে রয়েছেন, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। টিজার দেখেই বোঝা যাচ্ছে, ‘ইয়ারিয়া’ ছবির মতোই, ‘ইয়ারিয়া টু’-ও অন্যরকম একটা লাভস্টোরির গল্প বলতে চলেছে। এককথায়, টলিউডের পর এবার বলিউডেও যে এবার বড় ব্রেক পেতে চলেছেন যশ, তা টিজার দেখেই আন্দাজ করা গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.