Advertisement
Advertisement

Breaking News

Yami Gautam

কোলে আসুক রামলালা! সন্তানের জন্মের আগে রামায়ণ পড়ছেন ইয়ামি গৌতম

৯ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম।

Yami Gautam reading 'Ramayana', 'Amar Chitra Katha' in her final trimester
Published by: Akash Misra
  • Posted:April 17, 2024 4:47 pm
  • Updated:April 17, 2024 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহেই নাকি ইয়ামির কোল জুড়ে আসবে সন্তান। তবে সন্তান ঠিক কেমন হবে, তার জন্য় এখন থেকেই প্রস্তুতি শুরু ইয়ামির। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, ”আদিত্য নজরে নজরে রেখেছে আমাকে। খুবই দেখভাল করছে আমার। আমার জন্য অমর চিত্র কথা এবং রামায়ণ কিনে নিয়ে এসেছে। নিয়মিত আমি রামায়ণ পড়ছি। আমি শুনেছি, আমার মাও অন্তঃসত্ত্বা থাকার সময় রামায়ণ পড়তেন।”

‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারেই পুরো ইয়ামির অন্তঃসত্ত্বা বিষয়টা পরিস্কার হয়েছিল। মঞ্চে স্ত্রী ইয়ামিকে অতি সন্তপর্নে হাত ধরে তুলতে দেখা গিয়েছিল পরিচালক স্বামীকে। অভিনেত্রীর পরনে লম্বা ট্রেঞ্চ কোর্ট। বেবিবাম্প ঢাকার শত চেষ্টা করলেও ইয়ামি গৌতমের হাঁটাচলা দেখে আর কোনও ধন্দ ছিল না। জানা গিয়েছে, সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আগামী মে মাসে সন্তান আসতে চলেছে। তবে এযাবৎকাল কাকপক্ষীতেও টের পেতে দেয়নি তারকাজুটির পরিবার। যতটা সম্ভব এই সুখবর লাইমলাইটের আড়ালেই রেখেছিলেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘কবে হারিয়েছ ভার্জিনিটি?’, ছেলেকে প্রশ্ন মালাইকার, পেলেন মোক্ষম জবাব ]

আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ (Vicky Donor) সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২০১৫ সালে ‘সনম রে’ সিনেমার শুট চলাকালীন অভিনেতা পুলকিত সম্রাটের প্রেমে পড়েন ইয়ামি। ২০১৮ সালে দুজনের ব্রেকআপ হয়।

২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে জাসমিনের চরিত্রে অভিনয় করেন ইয়ামি। শোনা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। হিমাচল প্রদেশের মেয়ে ইয়ামি। ২০২১ সালে সেখানেই ছিমছামভাবে বিয়ে সারেন।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে প্রেক্ষাগৃহের অনুরোধ চিরঞ্জিতের, কেন হচ্ছে না? মুখ খুললেন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement