ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু সপ্তাহ আগেই জল্পনার সূত্রপাত! স্বামী আদিত্য ধরের সঙ্গে বান্দ্রায় দেখা গিয়েছিল ইয়ামি গৌতমকে। সেইসময়ে সালোয়ারের ওড়না দিয়ে প্রাণপনে পেট ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী। সেই ছবি-ভিডিও ভাইরাল হতেই খবর ছড়িয়ে পড়েছিল যে, ইয়ামি গৌতম (Yami Gautam) ও আদিত্য ধরের সংসারে আসতে চলেছে প্রথম সন্তান। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল।
‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারেই পুরো বিষয়টা পরিস্কার হল। মঞ্চে স্ত্রী ইয়ামিকে অতি সন্তপর্নে হাত ধরে তুলতে দেখা গেল পরিচালক স্বামীকে। অভিনেত্রীর পরনে লম্বা ট্রেঞ্চ কোর্ট। বেবিবাম্প ঢাকার শত চেষ্টা করলেও ইয়ামি গৌতমের হাঁটাচলা দেখে আর কোনও ধন্দ রইল না। জানা গিয়েছে, সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আগামী মে মাসে সন্তান আসতে চলেছে। তবে এযাবৎকাল কাকপক্ষীতেও টের পেতে দেয়নি তারকাজুটির পরিবার। যতটা সম্ভব এই সুখবর লাইমলাইটের আড়ালেই রেখেছিলেন তাঁরা। তবে বৃহস্পতিবার ট্রেলার লঞ্চে এসে সবটা পরিস্কার হল।
‘উড়ি’ পরিচালক বললেন, “এটা আদ্যোপান্ত পারিবারিক ছবি। আমার ভাই কাজ করেছে। আমার স্ত্রী রয়েছে। আর সন্তানও আসছে আমাদের। যেভাবে সিনেমাটা বানিয়েছি আর ঠিক যে সময়ে জানতে পারি, আমাদের সন্তান হওয়ার কথা। দারুণ একটা সময়।” সম্প্রতি ইয়ামি-আদিত্যর ঘনিষ্ঠ সূত্রও প্রথম সন্তান আসার খবরে সিলমোহর বসিয়েছেন হিন্দুস্তান টাইমস-এর কাছে।
ঘনিষ্ঠ সূত্রে খবর, “ইয়ামি আর ধর খুব শিগগিরিই আনুষ্ঠানিকভাবে সন্তান আসার খবর দেবেন। যেহেতু দুজনেই এখন ‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারে ব্যস্ত। তাই সকলকে এই সুখবর জানানোর জন্য তাঁদের তর আর সইছে না।” সেটাই সত্যি হল ট্রেলার লঞ্চে এসেই সুখবর দিলেন স্বামী আদিত্য ধর। যে ছবির ঝলকে কাশ্মীরের একজন গোয়েন্দা আধিকারিকের ভূমিকায় দেখা গেল ইয়ামি গৌতমকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.