Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

‘১ সপ্তাহের মধ্যে রাস্তায় নামব’, RG Kar কাণ্ডে অরিজিতের নামে সেই ‘প্রতিবাদী’ প্রোফাইল নিষ্ক্রিয়?

সেই এক্স হ্যান্ডেলেরই কোনও অস্তিত্ব পাওয়া যাচ্ছে না!

X handle deactivated in the name of Arijit Singh
Published by: Sandipta Bhanja
  • Posted:August 30, 2024 10:40 pm
  • Updated:August 30, 2024 10:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের পর থেকেই সোশাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের নাম করে ভাইরাল বেশ কিছু পোস্ট করা হচ্ছে। সেই অ্যাকাউন্ট আদৌ গায়কের কিনা, তা নিয়ে দ্বিমত রয়েছে। অনুরাগীদের সিংহভাগ যদিও দাবি করেছিলেন, সেটাই ওঁর ব্যক্তিগত প্রোফাইল, তবে অরিজিৎ সিং নিজে এই এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একাধিক প্রতিবাদী পোস্ট নিয়ে কোনও কথা বলেননি। সেই প্রোফাইল থেকেই হুঁশিয়ারি ছোড়া হয়েছিল যে, ‘১ সপ্তাহের মধ্যে রাস্তায় নামব।’ উত্তাল সময়ে ফুটন্ত রক্তে ভক্তরাও হইহই করে সায় দিয়েছিলেন। এবার সেই এক্স হ্যান্ডেলেরই কোনও অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।

তাহলে কি সেই প্রতিবাদী অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হল? কৌতূহল সর্বত্র। যদিও অরিজিৎ সিং খোদ এই বিষয়ে অফিশিয়ালি কোনও বিবৃতি দেননি। তবে আপাতত ওই এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে ঢুকলে এতদিনকার কোনও পোস্টের দেখা মেলা তো দূর অস্ত, প্রোফাইলটাই নিষ্ক্রিয় দেখাচ্ছে! প্রসঙ্গত, আর জি কর (RG Kar) কাণ্ডের পর থেকেই সংশ্লিষ্ট প্রোফাইল থেকে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছিল। যা ভাইরাল (Viral) করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনা টেনে গায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনুরাগীরা। সোশাল মিডিয়ায় অফিশিয়ালি অরিজিৎ কেন এই বিষয়ে কোনও কথা বলেননি? সেই কৌতূহলও প্রকাশ করেছিলেন অনেকে। তবে দিন কয়েকের মধ্যেই ‘আর কবে’ গানের লিরিক্সের মাধ্যমে প্রতিবাদে শামিল হয়েছেন গায়ক।

Advertisement

[আরও পড়ুন: জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি পড়ুয়া আত্মহত্যার হার! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

“…এ ব্যাথা আমার, নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান…”, এহেন গানের লাইনেই আর জি কর কাণ্ডের প্রতিবাদ করেছেন অরিজিৎ সিং। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এক ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে সেই গান। ‘আর কবে?’, শীর্ষক এই গানে রয়েছে তিলোত্তমার বলিদান বিফলে না যাওয়ার প্রার্থনা। যেখানে কণ্ঠের শক্তি, চিত্তের স্বাধীনতার কথা বলা হয়েছে।

[আরও পড়ুন: সেমিনার হলে কারা? ভিডিও বিতর্কের পর ছবি দেখিয়ে ফের ব্যাখ্যা লালবাজারের]

‘উই আর অরিজিতিয়ানস’ নামেরই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মঙ্গলবার অরিজিতের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে গায়ককে বলতে শোনা গিয়েছে, “(রাস্তায়) নেমে গেলেই তো আর হল না। সবাই নামছে তো। আছি আমরা সবাই। নেমে বিশৃঙ্খলা না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে সুযোগ নেবে, সুযোগ নিতেই পারে। যাঁরা তোমাদেরকে রাগাচ্ছে তোমরা রেগে যেও না। ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে বলছে। অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। ১০-১৫ বছর আগে হলে ভাবতে হত না। তোমাদের মতো স্বাধীনতা আমার নেই। আমি প্রতিদিন রাস্তায় বেরতে পারি না। যে রকমভাবে তোমরা বিচরণ কর, রাস্তায় আমি তো পারি না। এই দ্যাখো ভিডিওতে কেসরিয়া কেসরিয়া… সব সময় কেসরিয়া হয় না… আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়ই বেশি হবে।” যদিও অরিজিৎ সিংয়ের নাম করে অডিও কিংবা যেসব ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলোর সত্যতা নিয়ে ধন্দ রয়েছে। এসবের মাধেই এবার ওই ‘প্রতিবাদী’ এক্স হ্যান্ডেল (X Handle) নিষ্ক্রিয়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement