সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা ধনুষের সিনেমার প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন সঞ্চালিক ঐশ্বর্য রঘুপতি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ধনুষের নতুন ছবি ‘ক্যাপ্টেন মিলার’। ছবি মুক্তির আগে ৩ জানুয়ারি চেন্নাইয়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছবির প্রচারে বিশেষ অনুষ্ঠান হয়। আর সেখানেই অগণিত দর্শকের মাঝে শ্লীলতাহানির শিকার হন ঐশ্বর্য।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ভিড়ের মধ্যে ঐশ্বর্যর গায়ে অশালীনভাবে হাত দেয় এক ব্যক্তি। ঐশ্বর্য সঙ্গে সঙ্গে প্রতিবাদও করেন। ব্যক্তির গালে চড়ও মারেন। শেষমেশ, ঐশ্বর্যর পায়ে পড়ে ক্ষমা চাইতেও বাধ্য হন ব্যক্তি। গোটা বিষয়টি ইনস্টাগ্রামের স্টোরিতে তুলে ধরেছেন সঞ্চালিকা।
ঐশ্বর্য সোশাল মিডিয়ায় লেখেন, ”ভিড়ের মধ্যে এক যুবক আমার শরীরে অশালীনভাবে হান দেয়। ভয় পায়নি আমি। উলটে প্রতিবাদ করেছি। চড় মেরেছি। পালাতে গিয়েছিল, কিন্তু আমি পিছু নিয়ে ধরেছি। আবার মেরেছি। আমার মনে হয় এরপর আর কোনও মেয়ের শরীরে হাত দেবে না ব্যক্তি। এটা সব নোংরা মানসিকতার ব্যক্তির জন্যই উচিত শিক্ষা।”
Dear #Captainmiller team,
Before organizing event in big stages.. please ensure fan passes..
If you have less fans, don’t conduct AL in big stages.Giving free passes will lead to this kind of shit things…
Good that girl shouted out 👏 pic.twitter.com/FrGgjVdgQK
— X-Tweep (@relatablebru_) January 3, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.