Advertisement
Advertisement

Breaking News

Dhanush

ধনুষের সিনেমার প্রচারে শ্লীলতাহানির শিকার সঞ্চালিকা! যুবক ধরা পড়তেই উত্তমমধ্যম মার, ভাইরাল ভিডিও

ধনুষের নতুন ছবি 'ক্যাপ্টেন মিলার'-এর স্পেশাল স্ক্রিনিংয়েই ঘটল গণ্ডগোল।

Woman molested at Dhanush's 'Captain Miller' event. Viral video sparks controversy| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 4, 2024 3:03 pm
  • Updated:January 4, 2024 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা ধনুষের সিনেমার প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন সঞ্চালিক ঐশ্বর্য রঘুপতি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ধনুষের নতুন ছবি ‘ক্যাপ্টেন মিলার’। ছবি মুক্তির আগে ৩ জানুয়ারি চেন্নাইয়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছবির প্রচারে বিশেষ অনুষ্ঠান হয়। আর সেখানেই অগণিত দর্শকের মাঝে শ্লীলতাহানির শিকার হন ঐশ্বর্য।

Advertisement

[আরও পড়ুন: অনেক কাজ হয়েছে! এবার মা হতে চাইছেন দীপিকা পাড়ুকোন, রাহাকে দেখেই সিদ্ধান্ত?]

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ভিড়ের মধ্যে ঐশ্বর্যর গায়ে অশালীনভাবে হাত দেয় এক ব্যক্তি। ঐশ্বর্য সঙ্গে সঙ্গে প্রতিবাদও করেন। ব্যক্তির গালে চড়ও মারেন। শেষমেশ, ঐশ্বর্যর পায়ে পড়ে ক্ষমা চাইতেও বাধ্য হন ব্যক্তি। গোটা বিষয়টি ইনস্টাগ্রামের স্টোরিতে তুলে ধরেছেন সঞ্চালিকা।

ঐশ্বর্য সোশাল মিডিয়ায় লেখেন, ”ভিড়ের মধ্যে এক যুবক আমার শরীরে অশালীনভাবে হান দেয়। ভয় পায়নি আমি। উলটে প্রতিবাদ করেছি। চড় মেরেছি। পালাতে গিয়েছিল, কিন্তু আমি পিছু নিয়ে ধরেছি। আবার মেরেছি। আমার মনে হয় এরপর আর কোনও মেয়ের শরীরে হাত দেবে না ব্যক্তি। এটা সব নোংরা মানসিকতার ব্যক্তির জন্যই উচিত শিক্ষা।”

[আরও পড়ুন: রাত-বিরেতে হুডিতে মুখ ঢেকে কোথায় গেলেন শাহরুখ? ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement