Advertisement
Advertisement
Rakhi Sawant Mika Singh

জাপটে ধরে জোর করে চুমু! ১৭ বছর পর মিকার বিরুদ্ধে করা মামলা তুললেন রাখি

মামলার নিষ্পত্তি ঘটায় স্বস্তিতে মিকা।

With Rakhi Sawant's consent, kiss case against Mika Singh quashed by Bombay High court| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 16, 2023 9:28 am
  • Updated:June 16, 2023 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গায়ক মিকা সিংয়ের উপর থেকে রাগ কমল রাখি সাওয়ান্তের। ২০০৬ সালে সেই জোর করে রাখিকে চুমু খাওয়ার অপরাধে, মিকার নামে রাখি যে মামলা করেছিলেন, শেষমেশ সেই মামলার নিষ্পত্তি ঘটল রাখির হাতেই। রাখি ও মিকা এই ঘটনার মিটমাট করে নিয়েছেন বলে খবর। বৃহস্পতিবার তাই রাখি মিকার বিরুদ্ধে করা সেই মামলা তুলে নিয়েছে। বিচারপতি এ এস গড়করি এবং এস জি ডিজের ডিভিশন বেঞ্চ রাখির আবেদন বিবেচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে।

মামলা তুলে নেওয়ার হলফনামায় রাখি জানিয়েছেন, ”আমরা পুরো বিষয়টা বন্ধুত্বের দিক থেকে সমাধান করেছি। আমরা দুজনেই বুঝেছি, যে এটা পুরোটা একটা ভুল বোঝাবুঝি ছিল। যার জন্য বিষয়টা আরও জটিল হয়ে গিয়েছিল।”

Advertisement

[আরও পড়ুন: পড়ন্ত বিকেলে রোম্যান্সে গদগদ ভিকি-ক্যাটরিনা! ফোড়ন কাটলেন অর্জুন কাপুর]

২০০৬ সালে মিকার জন্মদিনে মুম্বইয়ের এক নাইটক্লাবে রাখিকে হেনস্থার অভিযোগ ওঠে মিকার নামে। মিকা জোর করে চুমু খান রাখিকে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর মিকা ও তাঁর সহকর্মী ভিকি ঝামেলায় জড়ান রাখি ও তাঁর বন্ধুদের সঙ্গে। ঘটনায় আহত হয়েছিলেন রাখির এক বন্ধু। ১৭ বছর আগের সেই মামলারই এবার নিষ্পত্তি ঘটায় স্বস্তিতে মিকা।

[আরও পড়ুন: ‘হিন্দিতে কেউ কাজ দেয় না’! রাইমার আক্ষেপ শুনেই ডাক দিলেন বিবেক অগ্নিহোত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement