সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা অনুযায়ী রাত ১২টা বেজে ২৮ মিনিট। অর্থাৎ ১১ অক্টোবর শুরু হয়ে গিয়েছে। করোনাকে (CoronaVirus) জয় করে জীবনের ৭৮তম বছরে প্রবেশ করে ফেলেছেন বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’। এবার জন্মদিনটা একেবারেই অন্যরকম। পরিবর্তিত পরিস্থিতিতে নেই ‘জলসা’র সামনের চেনা ভিড়। মাঝরাতেও সকালের অপেক্ষায় বসে থাকা অনুরাগীরা নেই। কিন্তু করোনাজয়ী অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জীবনের রয়েছে বাবা হরিবংশ রাই বচ্চনের উপদেশ। তা সঙ্গী করে কর্মকেই জীবনের ধর্ম হিসেবে মেনেছেন তিনি। জন্মদিনের শুরুটাও তাই কাজের মধ্যেই কাটালেন। শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (KBC) শুটিং করার পর মাঝরাত পর্যন্ত করছিলেন শোয়ের ডাবিং। সেই ছবিই টুইট করেছেন অমিতাভ। ক্যাপশনে লিখেছেন বাবার উপদেশ। “জীবন যতদিন রয়েছে ততদিনই সংগ্রাম”।
T 3686 – … at work .. KBC from 9 am to 9 pm .. then here , at recording .. till beyond midnight .. बिना मेहनत के जीवन में कुछ मिलता नहीं ।
बाबूजी कहते थे ” जब तक जीवन है तब तक संघर्ष है ” 🙏🙏🙏 pic.twitter.com/MuLclny2mk— Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2020
সশরীরে যেতে না পারলেও ভারচুয়াল শুভেচ্ছায় বিগ বি-কে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডের তারকাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের অসংখ্য অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এমনই এক অনুরাগী সুরাটের যুবক দিব্যেশ। অমিতাভ বচ্চনের সাত হাজারের বেশি ছবি রয়েছে তাঁর সংগ্রহে। প্রতিবছর বলিউড ‘শাহেনশা’র জন্মদিনে নিয়ম করে ১১টি চারাগাছ পোঁতেন। এবারও তার অন্যথা হবে না।
Gujarat: A man in Surat says he has been collecting photos of actor Amitabh Bachchan since 1999. Divyesh says, “I have collected over 7,000 photos of Amit ji & met him on 10 occasions in my life. I plant 11 saplings on his birthday every year.” pic.twitter.com/DPasP69vz5
— ANI (@ANI) October 11, 2020
অনুরাগীদের এমন ভালবাসাই তাঁর জন্মদিনের সেরা উপহার। টুইটে জানিয়েছেন বিগ বি। লিখেছেন, ভালবাসার এই সম্পদই ১১ তারিখের সেরা পাওনা তাঁর কাছে। এর থেকে বেশি তিনি কিছুই চাইতে পারেন না।
T 3687 – .. your generosity and love be the greatest gift for me for the 11th .. I cannot possibly ask for more ..🙏 pic.twitter.com/Val1wZCMNh
— Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.