সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ‘ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর ঘোষণার পর মঙ্গলবার হয়ে গেল ফিল্মফেয়ারের মূল পর্ব। কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এদিন বেছে নেওয়া হল ২০২৪ এর বাংলা সিনেমার সেরাদের। তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ-শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি-কৌশানি, পরমব্রত, চঞ্চল চৌধুরী-জয়া আহসানের মতো বাংলা ছবির রথি-মহারথিদের সঙ্গে হাজির ছিলেন রাজকুমার রাও, শান্তনু মাহেশ্বরীর মতো বলিউড সেলেবরাও। দীর্ঘদিন বাদে কলকাতার মঞ্চে দেখা গেল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও । গীটার হাতে মঞ্চে হাজির ছিলেন পরমব্রত। নাচে গানে হুল্লোড়ে একেবারে জমজমাট ছিল এবারের ফিল্মফেয়ার সন্ধ্যা। কারা কারা জিতে নিল সেরার শিরোপা- রইল তারই তালিকা।
টলিউডের ফিল্মফেয়ার বিজয়ীরা
সেরা ছবি
বহুরূপী
সেরা পরিচালক
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী)
সেরা ছবি ( ক্রিটিকস)
চালচিত্র এখন (অঞ্জন দত্ত)
মানিকবাবুর মেঘ ( অভিনন্দন বন্দ্যোপাধ্যায়)
সেরা অভিনেতা (পুরুষ)
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী)
সেরা অভিনেতা (ক্রিটিকস)
অঞ্জন দত্ত (চালচিত্র এখন)
চন্দন সেন (মানিকবাবুর মেঘ)
সেরা অভিনেত্রী
শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বাবলি)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস)
মমতা শঙ্কর (বিজয়ার পরে)
সেরা সহ-অভিনেতা
শাওন চক্রবর্তী ( চালচিত্র এখন)
শিলাজিৎ মজুমদার (অযোগ্য)
সেরা সহ-অভিনেত্রী
মনামী ঘোষ (পদাতিক)
তনিকা বসু (চালচিত্র- দ্য ফ্রেম ফ্যাটাল)
সেরা মিউজিক অ্যালবাম
অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্নব দত্ত,শিলাজিৎ মজুমদার,ননিচোরা দাস বাউল (বহুরূপী)
সেরা গীতিকার
অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (তোমার আমার গল্প হতো যদি- মানিকবাবুর মেঘ)
সেরা প্লেব্যাক (গায়ক)
ননিচোরা দাস বাউল এবং বনি চক্রবর্তী (শিমুল পলাশ- বহুরূপী)
সেরা প্লেব্যাক (গায়িকা)
শ্রেষ্ঠা দাস (ডাকাতিয়া বাঁশি- বহুরূপী)
সেরা মূল কাহিনী
অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (মানিকবাবুর মেঘ)
সেরা চিত্রনাট্য
সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)
সেরা সংলাপ
কৌশিক গঙ্গোপাধ্যায় (অযোগ্য)
সেরা সিনেমাটোগ্রাফি
অনুপ সিংহ (মানিকবাবুর মেঘ)
সেরা প্রোডাকশন ডিজাইন
তন্ময় চক্রবর্তী (পদাতিক)
সেরা সম্পাদনা
সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর
নীল দত্ত (চালচিত্র এখন)
সেরা শব্দ পরিকল্পনা
অভিজিৎ রায় ( মানিকবাবুর মেঘ)
সেরা পোশাক
জয়ন্তী সেন (বহুরূপী)
সেরা মেকআপ
সোমনাথ কুণ্ডু
জীবনকৃতী সম্মান
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
সেরা নবাগত পরিচালক
শমীক রায়চৌধুরী (বেলাইন)
সেরা নবাগত অভিনেতা(পুরুষ)
শুভঙ্কর মোহান্ত (মনপতঙ্গ)
সেরা নবাগতা অভিনেত্রী
বৈশাখী রায় (মন পতঙ্গ)
ইধিকা পাল (খাদান)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.