সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বাইশ বছর পর নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ ছবির হাত ধরে বাংলা সিনেমার পর্দায় প্রত্যাবর্তন করলেন রাখি গুলজার। গতবছর জানুয়ারি মাসে ২০ দিনের শিডিউলে কলকাতায় শুটিং করে গিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। বাঙালি খানাপিনা, ঝরেঝরে বাংলা সংলাপ বলা, কলকাতার শাড়ির খোঁজ নেওয়া থেকে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, প্রবীণ বঙ্গকন্যা যেন ‘আমার বস’-এর সেটে ‘ষোড়শী’ বঙ্গকন্যার মতোই ছুটে বেড়িয়েছিলেন। শট দেওয়ার ফাঁকে সেটে নিয়মিত বাংলা বই পড়তেন প্রবীণ অভিনেত্রী। এবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সেই ছবির টিজার।
বৃহস্পতিবার এক তারকাখচিত অনুষ্ঠানে প্রকাশিত হল ছবির টিজার। মা ও ছেলের গল্প বলবে এই ছবি। টিজারে তারই ঝলক মিলল। অনিমেষ গোস্বামী- এক প্রকাশনা সংস্থার কর্নধার। অফিসে তার পরিচয় একজন ‘টক্সিক বস’ হিসাবে। কিন্ত বাড়িতে অনিমেষের বস তার মা। একদিকে মায়ের সঙ্গে ছেলের স্নেহের রসায়ন আর অন্যদিকে অফিসে অনিমেষের কড়া মেজাজ- দুইয়েরই ঝলক মিলেছে টিজারে। একসময় ছেলের অফিসে একজন কর্মচারি হিসাবে যোগ দেয় তার মা। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজে বদল আনা। মা সেই কাজে কতটা সফল হবে সেই উত্তর অবশ্য এখন অধরা। বলাই বাহুল্য তার জন্য ছবিমুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিজারে ছবির প্রথম ঝলক দেখেই অনুরাগী মহলে সাড়া পড়ে গিয়েছে।
প্রসঙ্গত ‘ইফি’তে আন্তর্জাতিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নেমে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ বহুল প্রশংসিত হয়েছিল। দর্শকদের মন ছুঁয়েছে নন্দিতা রায়ের ফ্রেমে রাখি-শিবপ্রসাদের মিষ্টি রসায়ন। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। বাংলার দর্শকদের কাছে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ছবির চাহিদা বরাবরই তুঙ্গে। টলিপাড়ার হিট মেশিন জুটি নন্দিতা-শিবপ্রসাদ বরাবর দর্শকদের যে গ্রীষ্মকালীন উপহার দিয়ে এসেছেন, সেগুলো বক্স অফিসেও বাজিমাত করেছে। বিগত দু বছর ধরে যদিও পুজো রিলিজের স্লটেও বিজয়রথ ছুটিয়েছেন তাঁরা। তবে গরমের ছুটির সঙ্গে নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এবারেও তার অন্যথা হচ্ছে না। আগামী ৯ মে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.