Advertisement
Advertisement
Raktabeej teaser

রাষ্ট্রপতির ভূমিকায় ‘পরম ধর্মের’ পাঠ দিলেন ভিক্টর, দেখুন ‘রক্তবীজ’-এর দুর্ধর্ষ টিজার

পুজোর উপহারের মোড়ক খুললেন নন্দিতা-শিবু।

Windows produced Victor Banerjee, Mimi, Abir starrer Raktabeej teaser out| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 25, 2023 5:03 pm
  • Updated:August 25, 2023 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সাল। দিল্লির মসনদে তখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাঁচ বছরের সময়কালে বাঙালি রাষ্ট্রপতির কলম দেশের একাধিক বড় ঘটনার সাক্ষী থেকেছে। তার মধ্যে অন্যতম বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ। যে ঘটনার কথা ভাবলে আজও বঙ্গবাসীর বুক কেঁপে ওঠে! এবার অতীতের সেই স্মৃতি উসকে দিয়েই প্রকাশ্যে এল ‘রক্তবীজ’-এর পয়লা ঝলক। যেখানে বাঙালি রাষ্ট্রপতির ভূমিকায় ধরা দিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

টিজারে রাষ্ট্রপতির চরিত্রে ভিক্টরের কড়া পাঠ- “যুদ্ধ যখন ন্যায়-অন্যায়, তখন ক্ষমা আর পরম ধর্ম থাকে না।” মিমি চক্রবর্তীকে দেখা গেল বন্দুকধারী অবতারে। পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিলেন কাঞ্চন মল্লিক। আর ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়ের দিদির চরিত্রে অনুসূয়া মজুমদার। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর উপহার ‘রক্তবীজ’-এ মা দুর্গার ঝলকও দেখা গেল।

Advertisement

প্রসঙ্গত, ২০১৪ সালে বর্ধমান বিস্ফোরণের কথা ভাবলে দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের এক দোতলা বাড়িতে ভয়ংকর বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই মহিলা দ্বার আটকে গোটা বিল্ডিং উড়িয়ে দিয়ে তথ্য-প্রমাণ লোপাটের হুমকি দেয়! যদিও নারকীয় সেই ঘটনার পর গ্রেপ্তার হয়েছিল দুজনেই। কিন্তু কেন এক লোকালয়ে এমন ঘটনা ঘটে? তার নেপথ্যের রহস্যই বা কী ছিল? অতীতের সেই কৌতূহলকে উসকে দিয়েই প্রকাশ্যে এল নন্দিতা-শিবপ্রসাদের আগামী ছবি ‘রক্তবীজ’-এর টিজার।

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

উইন্ডোজ প্রোডাকশন ও সঞ্জয় আগরওয়ালের প্রযোজনায় তৈরি হয়েছে ‘রক্তবীজ’। এই ছবির সৌজন্যেই বহুদিন বাদে বড়পর্দায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে থাকছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমারের মতো তারকা। ছবির অ্যাকশন দৃশ্য সাজিয়েছেন জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর মনোহর ভার্মা। যিনি এযাবৎকাল ‘মাদ্রাস কাফে’, ‘এয়ার লিফট’, ‘ মর্দানি’, ‘সর্দার উধাম’-এর সিনেমার অ্যাকশন দৃশ্যের নেপথ্যে ছিলেন।

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement