Advertisement
Advertisement

Breaking News

Tiger Vs Pathaan

‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে ভিলেন হলিউডের জনপ্রিয় সুপারহিরো! জল্পনা তুঙ্গে

কোন তারকাকে নেওয়ার পরিকল্পনা চলছে?

Will this Hollywood Superhero play the villain in Shah Rukh Khan and Salman Khan's 'Tiger Vs Pathaan'? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 11, 2023 5:20 pm
  • Updated:April 11, 2023 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে অপেক্ষিত ছবি ‘টাইগার ভার্সেস পাঠান’ (Tiger Vs Pathaan)। শাহরুখ-সলমন ছাড়া সেই ছবিতে থাকছে আরও এক চমক। টিনসেল টাউনে জোর গুঞ্জন, হলিউডের এক সুপারহিরোকে দেখা যাবে বিগ বাজেট এই বলিউড সিনেমার ভিলেন হিসেবে।

SRK-jeson

Advertisement

কে সেই সুপারহিরো? ‘অ্যকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়া (Jason Momoa)। শোনা যাচ্ছে, দীর্ঘদেহি এই হলিউড তারকাকেই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর ভিলেন হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। ‘বেওয়াচ’ সিরিজে প্রথমবার নজর কাড়েন জেসন। ‘গেম অফ থ্রোনস’ সিরিজে খাল দ্রোগোর চরিত্রে অভিনয় তুমুল জনপ্রিয়তা পান। তারপর ডিসির সুপারহিরো অ্যাকোয়াম্যানের চরিত্রে অভিনয় করেন।

Jason Momoa

[আরও পড়ুন: বাংলাদেশে পয়লা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধের নোটিস, কী প্রতিক্রিয়া চঞ্চল চৌধুরীর?]

বক্স অফিসে দারুণ সফল শাহরুখের ‘পাঠান’। এখন পর্যন্ত এই ছবিই ব্যবসায়ীক দিক থেকে সবচেয়ে সফল ছবি। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবি নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ ও সলমনকে একসঙ্গে সিনেপর্দায় দেখার জন্য উৎসাহও প্রচুর সিনেপ্রেমীদের মধ্যে।
এই উত্তেজনাকে উসকে দিতেই এবার যশরাজ স্পাই ইউনিভার্স ছবির তালিকায় নিয়ে আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’।

Tiger Vs Pathaan

ইতিমধ্যেই ছবির পরিচালনার ভার সিদ্ধার্থ আনন্দকে দেওয়া হয়েছে। এবার যদি জেসন মোমোয়ার মতো নাম ছবির সঙ্গে যুক্ত হয়, তাহলে তো সোনায় সোহাগা। এমনটাই মত শাহরুখ-সলমনের অনুরাগীদের।

[আরও পড়ুন: ‘এখন শুধু মৃত্যুর অপেক্ষা!’ নোবেলের নতুন পোস্টে শোরগোল, হঠাৎ কী হল গায়কের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement