সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ঝকঝকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে হল এ বছরের অস্কার (Oscar 2022)। গত বছর করোনা আবহে অস্কার অনুষ্ঠান সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে অতিমারীর আবহ কাটিয়ে উঠে এবারের অস্কার আরও রঙিন। আরও ঝলমলে। অস্কারের মঞ্চে তারকাদের মুখে উঠে আসে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের প্রসঙ্গও। আফগানিস্থানের পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন হলিউডের বহু তারকাই। পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার ছবি ‘গডফাদারে’র (The God Father) পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মানও জানানো হয়েছে।
The Oscar for Best Picture goes to… #Oscars pic.twitter.com/bfonM5qClM
— The Academy (@TheAcademy) March 28, 2022
দেখে নিন এবারের অস্কারে সেরার তালিকা–
সেরা অভিনেতা- উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা সহ অভিনেতা- ট্রয় কোটসুর (কোডা)
সেরা অভিনেত্রী- জেসিকা চেস্টিন (দ্য আই অফ টেমি ফে)
সেরা সহ অভিনেত্রী- আরিনা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পরিচালক- জেনে ক্যাম্পপিয়ন (দ্য পাওয়ার অফ ডগ)
সেরা ছবি- কোডা । এই ছবির পরিচালক সিয়ান হেডর।
সেরা বিদেশি ছবি- ড্রাইভ মাই কার (জাপান)
The Oscar for Best Actress in a Leading Role goes to… #Oscars pic.twitter.com/Yny0Mxj9Yr
— The Academy (@TheAcademy) March 28, 2022
এবারের অস্কারে সেরা তথ্যচিত্র বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছিল বাঙালি পরিচালক সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’ (Writing With Fire)। তবে শেষমেশ এই ছবির কপালে অস্কার জুটল না। এবারের অস্কারে সেরা তথ্যচিত্রের শিরোপা কেড়ে নিল মার্কিন তথ্যচিত্র ‘সামার অফ সোল’। এই তথ্যচিত্রের পরিচালক আহমির থমসন।
The Oscar for Best Actor in a Leading Role goes to… #Oscars pic.twitter.com/yEH5RLzxh2
— The Academy (@TheAcademy) March 28, 2022
The Oscar for Best Directing goes to… #Oscars pic.twitter.com/sDJjv6DYOf
— The Academy (@TheAcademy) March 28, 2022
তবে এবারের অস্কারে নজর কাড়ল হলিউড ছবি ‘ডুন’ (Dune)। ৭ টা বিভাগে সেরার শিরোপা কেড়ে নিল এই ছবি। যার মধ্যে রয়েছে, সেরা সম্পাদনা, সেরা অরিজিনাল স্কোর, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা শব্দগ্রহণ।
সেরা অভিনেতা হিসেবে এই প্রথম অস্কার পেলেন ৫৩ বছর বয়সি হলিউডের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ (Will Smith)। অস্কার হাতে নিয়ে স্টেজে কেঁদে ফেললেন উইল স্মিথ। তবে অস্কারের মঞ্চে অদ্ভুত এক ঘটনা ঘটিয়ে ফেললেন উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার বদলা হিসেবে সোজাসুজি সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে চড় মারলেন স্মিথ। অন্যদিকে, হলিউড অভিনেত্রী জেসিকা প্রথম থেকেই অস্কারে নজর কেড়েছিলেন। সিনেপ্রেমীদের জল্পনাতেই ছিল এবারের সেরা অভিনেত্রী জেসিকার কথাই। সেই জল্পনাই শেষমেশ সত্যি হল। জেসিকার হাতে উঠল সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার।
The Oscar for Best Documentary Feature goes to… #Oscars pic.twitter.com/1BkuPDGHye
— The Academy (@TheAcademy) March 28, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.