Advertisement
Advertisement

Breaking News

Sushant Singh Rajput

গঠিত হোক নতুন ফরেনসিক দল, CBI-এর কাছে আরজি জানাবেন সুশান্তের বাবার আইনজীবী

AIIMS-এর রিপোর্টে খুনের তত্ত্ব খারিজ হতেই প্রতিক্রিয়া দিলেন সুশান্তের দিদি।

Will request CBI chief to constitute fresh forensic team: Sushant Singh Rajput's family lawyer | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 4, 2020 10:02 pm
  • Updated:October 4, 2020 10:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) খুনের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তথা এইমস (AIIMS)। শনিবারই ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানিয়ে দিয়েছেন, আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা। এই পরিস্থিতিতে রবিবার নতুন করে ফরেনসিক পরীক্ষার দাবি জানালেন অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং। জানান, শীঘ্রই সিবিআইয়ের ডিরেক্টরের কাছে নতুন করে ফরেনসিক দল গঠন করে তদন্তের জন্য আবেদনও জানাবেন।

[আরও পড়ুন: রাজ চক্রবর্তীর নামে ভুয়ো প্রোফাইল খুলে অভিনয়ে সুযোগের টোপ, আর্থিক প্রতারণায় ধৃত ৩]

কী করে মৃতদেহ ছাড়াই ফরেনসিক রিপোর্ট তৈরি করল এইমস?‌ এই প্রশ্ন তুলে এইমসের ওই রিপোর্টের বক্তব্যকে খারিজ করেন বিকাশ সিং। টুইটারে তিনি লেখেন, ‘‌‘‌কীভাবে মৃতদেহ ছাড়া আত্মহত্যার তত্ত্বের কথা জানাল এইমস?‌ তাও আবার যখন তাঁদের কাছে কেবল মুম্বইয়ের কুপার হাসপাতালের এমন একটি ময়নাতদন্তের রিপোর্ট রয়েছে যেখানে সুশান্তের মৃত্যুর সময় পর্যন্ত উল্লেখ নেই?’‌’‌

Advertisement

 

এদিকে, সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) রবিবার অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তির একটি টুইটকে রিটুইট করেন। সঙ্গে লেখেন, #AllEyesOnCBI । এর আগে শ্বেতা নিজের টুইটে লেখেন, ‘‌‘‌ভগবানের উপর পূর্ণ আস্থা রয়েছে। সত্যিটা ঠিক সামনে আসবেই।’‌’‌ ‌

 

তবে শনিবার এইমসের বিভাগীয় প্রধানের বক্তব্যের পরেই মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং দাবি করলেন, মুম্বই (Mumbai) পুলিশের তদন্ত যে ভুল ছিল না তা এবার প্রমাণিত হল। তিনি বলেন, ‘‘আমরা এখনও এইমসের কাছ থেকে কোনও অফিসিয়াল রিপোর্ট পাইনি। তবে সংবাদমাধ্যমের সূত্রে আমরা বিষয়টা জানতে পেরেছি। মুম্বই পুলিশ যে পথে এগিয়েছিল, ওদের তদন্তও সেই পথেই এগিয়েছে। মুম্বই পুলিশ ও কুপার হাসপাতালের চিকিৎসকদের তদন্ত সঠিকই ছিল। আমাদের দিকে নানা অভিযোগ তো‌লা হয়েছে। কিন্তু এইমস প্রমাণ করে দিয়েছে আমরা ঠিক কথাই বলেছিলাম।’’‌

[আরও পড়ুন: ‘৭১-এর আন্দোলন ও ‘রক্তখেকো’ মানুষের মিশেলে জমজমাট ‘ড্রাকুলা স্যার’ ছবির ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement