সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের লড়াইয়ে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ যেন প্রথম থেকেই ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’ থেকে একটু এগিয়ে। অন্তত, বক্স অফিসের হিসেব তেমনই ইঙ্গিত দিচ্ছে। একদিকে যেমন অগ্রিম বুকিংয়েই ‘অ্যানিম্যাল’ ৩৪ কোটির ব্যবসা করে ফেলেছে, অন্যদিকে ভিকির ছবি কিন্তু এখনও অনেকটাই পিছিয়ে। তবে ফিল্ম সমালোচকরা বলছেন, পরিচালক মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ মাস্টারপিস। এই ছবি বাণিজ্যিক দিক থেকে সফল না হলেও, মেঘনা খুবই মন দিয়ে ছবিটি করেছেন এবং ভিকির অভিনয়ে ‘স্যাম বাহাদুর’ নিঃখুঁত!
‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’ মুক্তির আগে গুঞ্জন পাড়া সরব হয়েছিল ক্যাটরিনার প্রাক্তন ও বর্তমানকে নিয়ে। অর্থাৎ বক্স অফিসে লড়াইয়ে মুখোমুখি ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর এবং স্বামী ভিকি কৌশল। সুযোগ বুঝে নিন্দুকরা জল্পনা শুরু করেছিল, ক্যাটরিনা ঠিক কোন ছবি দেখবেন, আর কার প্রশংসায় হবে পঞ্চমুখ! বৃহস্পতিবারই হল এই জল্পনার ইতি।
বৃহস্পতিবার মুম্বইয়ে হয়ে গেল ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’ ছবির প্রিমিয়ার। ‘অ্যানিম্যাল’-এর প্রিমিয়ারে রণবীরের পাশে দেখা মিলল আলিয়া ভাটের। অন্যদিকে, ‘স্যাম বাহাদুর’ দেখতে ভিকির পাশে এসে দাঁড়ালেন ক্যাটরিনা।
সূত্র বলছে, ছবি দেখার পর নাকি ক্যাটরিনার চোখ ছলছল করে উঠেছিল। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ভিকির এই অভিনয় সারাজীবন মনে রাখার মতো!’
দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন স্যাম বাহাদুর৷ ১৯৭১-এ পাক সেনার অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই৷ এরকমই এক যুদ্ধক্ষেত্রে মারাত্মক জখম হয়েছেন স্যাম৷ শরীরে বিঁধে আছে সাত সাতটা বুলেট৷ চিকিৎসক অস্ত্রোপচারের সময় জানতে চাইলেন, হয়েছে কী? স্যাম বাহাদুরের নিরুত্তাপ জবাব, ‘ও কিছু নয়, একটা বাঁদরে লাথি মেরেছে এই যা৷’ এমন মানুষের বলার ভঙ্গি বেশ ভালভাবেই আয়ত্ত্ব করেছেন ভিকি। পালটে ফেলেছেন বাচনভঙ্গি। এবার বক্স অফিসে কতটা সফল হবে এই ছবি সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.