Advertisement
Advertisement
Kanishka Soni

কেন নিজেকে বিয়ে করেছেন? তুমুল বিতর্কের মাঝে মুখ খুললেন ‘পবিত্র রিস্তা’ খ্যাত অভিনেত্রী

সুস্থ মস্তিষ্কেই নিজেকে বিয়ের সিদ্ধান্ত, জানিয়ে দিলেন অভিনেত্রী।

Why Pavitra Rishta Acress Kanishka Soni Marries herself? | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 21, 2022 8:14 pm
  • Updated:August 21, 2022 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও পুরুষকে নয়, গোটা দেশকে চমকে দিয়ে গত ১১ জুন নিজেকে বিয়ে করেছিলেন গুজরাটের (Gujarat) তরুণী ক্ষমা বিন্দু (Kshama Bindu)। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। সম্প্রতি একই কাজ করেছেন ‘দিয়া আউর বাতি হম’ খ্যাত অভিনেত্রী কণিষ্কা সোনি (Kanishka Soni)। ২৪ বছরের তরুণীর এমন কাজে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কণিষ্কা পাবলিক ফিগার হওয়ায় ক্ষমা বিন্দুর তুলনায় তাঁকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এই অবস্থায় সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। নিজেকে বিয়ে করা নিয়ে কী যুক্তি দিলেন?

কণিষ্কা জানিয়েছেন, “আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। আমি কিন্তু ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী।” এরপর অভিনেত্রী বিয়ে সম্পর্ক নিযস্ব মতামত জানান। বলেন, “আমার মনে হয়, বিয়ে কেবল যৌনতার জন্য নয়, বরং ভালোবাসা-সৎতার জন্যই বিয়ের মতো সুন্দর সম্পর্ক। যদিও বিষয়গুলির থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে। অতএব, এখন একা বাঁচাই ভাল।”

Advertisement

[আরও পড়ুন: ‘আর প্রেমে পড়ি বা উঠি না, বুড়ো হচ্ছি…’, নিজের প্রেমজীবন নিয়ে ‘আক্ষেপ’ শ্রীলেখা মিত্রর!]

কণিষ্কা যে নেশায় আসক্ত হয়ে নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেননি, বরং সুস্থ মস্তিষ্কেই এই ভাবনা, তাও জানিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমি গাঁজা বা মদের নেশায় আমার সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, অনেকে এমনটা বলছেন। তাঁদের উদ্দেশ্যে জানাতে চাই, মন থেকে আমি এতটাই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী যে বিনোদন দুনিয়ার মানুষ হয়েও কখনও নেশায় আসক্ত হয়নি। কিন্তু মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, ‘দিয়া অউর বাতি হাম’ ছাড়াও ‘দো দিল এক জান’, ‘দেব কা দেব…মহাদেব’, ‘পবিত্র রিশতা’, ‘সঙ্কটমোচন মহাবলী হনুমান’-এর মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী কণিষ্কা সোনি। নিজেকে বিয়ের পর বধূবেশে সিঁদুর, মঙ্গলসূত্র পরা অবস্থায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপরই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! চিকিৎসাকেন্দ্রের ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে জল্পনা]

প্রসঙ্গত, গুজরাটের ২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দুর নিজেকে বিয়ে করা নিয়ে সেই সময় বিরোধিতা করেন বিজেপি নেত্রী সুনীতা শুক্লা (Sunita Shukla)। নেত্রী বলেন, “বিয়ের স্থান নিয়ে আপত্তি আছে আমার। ওঁকে (ক্ষমা বিন্দুকে) কোনও মন্দিরে বিয়ে করতে দেওয়া হবে না।” নেত্রী আরও বলেন, “এই ধরনের বিয়ে হিন্দু ধর্ম বিরোধী। এর ফলে হিন্দুদের জনসংখ্যা কমে যাবে।” যদিও এরপরেও ঠেকানো যায়নি তরুণীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement