সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি হয়েও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একটিও বাংলা গান গাননি শ্রেয়া। তা নিয়ে নেটপাড়ায় আগেই প্রশ্ন উঠেছিল। এবার সেই বিতর্ক আরও খানিকটা উসকে দিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। শ্রেয়া ঘোষালের হিন্দি গান নিয়ে আক্ষেপ ঝরে পড়েছে তারকা বিধায়কের গলায়।
গত শনিবার কলকাতার ইডেন গার্ডেন ময়দানে উদ্বোধন হয়েছে ২০২৫-এর আইপিএল-এর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মেতে উঠেছিল শ্রেয়ার গানে। আর এই অনুষ্ঠান ঘিরেই যত বিতর্ক। সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল বাঙালি হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে একটিও বাংলা গান গাইলেন না! যেখানে অনুষ্ঠান হল কিনা বাংলা তথা কলকাতার বুকে! নেটপাড়া গত দু’দিন এই চর্চাতেই সরগরম। এবার সেই একই সুর শোনা গেল চিরঞ্জিতের কথাতেও। রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে এই বিষয়ে নিজের মত জানালেন অভিনেতা। তাঁর বক্তব্য, “শ্রেয়া বাঙালি। কলকাতায় আইপিএলের উদ্বোধনে এসে সব গানের মাঝে দু-লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কি করে চলবে!”
উল্লেখ্য, গতবার আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন অরিজিৎ সিং। সেই দায়িত্ব এবার ছিল শ্রেয়ার কাঁধে। বাংলার এই শিল্পীকে ঘিরে শ্রোতাদের প্রত্যাশার পারদও বেশ চড়া। এবার অনুষ্ঠানে শ্রেয়ার গানের তালিকায় ছিল ‘যুবা’, ‘মা তুঝে সালাম’, ‘রং দে বাসন্তী’, ‘ঘুমার’, ‘ঢোল বাজে’র মতো একাধিক জনপ্রিয় হিন্দি গান। আর এই গানের তালিকাই খানিকটা হলেও হতাশ করেছে বাঙালি শ্রোতাদের। সোশাল মিডিয়ায় এই নিয়ে লেখালেখিও চলছে। যদিও এইসব বিতর্ককে কখনই খুব বেশি আমল দেন না গায়িকা। এবারও তার অন্যথা ঘটেনি। বদলে সোশাল মিডিয়ায় নিজের আগামী অনুষ্ঠানের প্রচার সারতে বেশি আগ্রহী গায়িকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.