Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra Brother

বারবার বিয়ে ভেঙেছে! এবার নীলম উপাধ্যায়কে মন দিয়েছেন প্রিয়াঙ্কার ভাই, কে এই তরুণী?

ভাইয়ের রোকা অনুষ্ঠানের জন্যই মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা!

Who is Neelam Upadhyaya, the girl Priyanka Chopra's Brother 'rokafied'

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Suparna Majumder
  • Posted:April 3, 2024 10:28 am
  • Updated:April 3, 2024 10:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার বিয়ে ভেঙেছে। কিন্তু তার পরই তো সব শেষ হয়ে যায় না। আবারও ছাদনাতলায় যাওয়ার জন্য তৈরি প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ (Priyanka Chopra’s Brother)। এবার নীলম উপাধ্যায়কে মন দিয়েছেন তিনি। কে এই তরুণী?

Priyanka-Chopra-Brother-1
ছবি: ইনস্টাগ্রাম

মুম্বইয়ে জন্ম নীলমের (Neelam Upadhyaya)। পেশায় তিনিও অভিনেত্রী। তবে মুম্বই নয়, দক্ষিণী চলচ্চিত্র জগতের চেনা মুখ ৩০ বছরের তরুণী। ২০১০ সালে দক্ষিণী ছবি ‘সেইভাথু সারিয়ে’র মাধ্যমে ডেবিউ হওয়ার কথা ছিল নীলমের। কিন্তু তা হয়নি। ২০১২ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘এমআর ৭’ তাঁর প্রথম ছবি। এর পর একাধিক তামিল ও তেলুগু সিনেমায় অভিনয় করেছেন নীলম। কিন্তু ২০১৮ সালের পর তাঁকে আর বড়পর্দায় সেভাবে দেখা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: অসুস্থ কেজরিওয়াল, গ্রেপ্তারির পর ওজন কমল সাড়ে ৪ কেজি!]

গ্ল্যামার জগতে খুব একটা সুবিধা করতে পারেননি নীলম। তবে সিদ্ধার্থের মধ্যে তিনি তাঁর মনের মানুষকে খুঁজে পেয়েছেন। মার্চ মাসে মেয়েকে নিয়ে মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। তার পরই চলে আসেন নিক জোনাস। দেশে পা রেখেই বিজ্ঞাপনের শুটিং সারেন প্রিয়াঙ্কা। ফারহান আখতার, সঞ্জয়লীলা বনশালির সঙ্গে দেখা করে, অযোধ্যায় গিয়ে রামলালা দর্শন করেন। তুতো বোন মান্নারা চোপড়ার জন্মদিন ও হোলি পার্টিতেও যোগ দেন। এর মাঝেই আবার সিদ্ধার্থ-নীলমের রোকা অনুষ্ঠান হয়ে যায়।

Priyanka-Chopra-Brother-2
ছবি: ইনস্টাগ্রাম

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে প্রেমিকা কণিকা মাথুরের সঙ্গে রোকা করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১৯ সালে আবার ঈশিতা কুমারের সঙ্গে বাগদান হয় প্রিয়াঙ্কার ভাইয়ের। সেই সম্পর্কও টেকেনি। সিদ্ধার্থ ও নীলমের ক্ষেত্রে এমনটা না হোক এবং তাঁদের হ্যাপি এন্ডিংয়ের সাক্ষী থাকুক গোটা পরিবার, এমনই আশা প্রিয়াঙ্কার অনুরাগীদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelam Upadhyaya (@neelamupadhyaya)

[আরও পড়ুন:  ভোটপ্রচারে স্কুলের শিক্ষিকার দেখা পেলেন সায়নী, কী করলেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement