সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউড বাদশা। তবে বাদশা হলেও, মনের দিক থেকে একেবারে মাটির মানুষ তিনি। আর তাই তো যখনই সুযোগ পান, তখনই মন উজাড় করে কথা বলেন শাহরুখ। এই যেমন, সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানালেন, ”সব দিক থেকেই সফল। তবুও মাঝে মধ্য়ে একা লাগে। দুঃখ হয়। চোখ দিয়ে জল বেরিয়ে আসে।”
তা হঠাৎ এমন কেন বললেন শাহরুখ?
সিনেমা ছাড়া বহু অনুষ্ঠানের মঞ্চে হাজির হতে হয় শাহরুখকে (Shah Rukh Khan)। সেই মঞ্চের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শাহরুখ জানান, ”যখনই মঞ্চের দিকে হেঁটে যাই। তখনই অনেক কিছু মনের মধ্য়ে চলে আসে। আমার মা-বাবার কথা। আমি ভাবতে থাকি, তাঁরা যদি এখন থাকতেন। ইমোশনাল হয়ে পড়ি। তখন খুব একা লাগে। তবে হঠাৎই কানে আসে দর্শকদের উল্লাস। ফুল আসছে আমার জন্য। তখনই মন বদলে ফেলি। আমি তো কিং খান! ”
শাহরুখের কথায়, ”যখনই একাবোধ করি, তখন জীবনের ভাল সময়ের কথাগুলো বার বার মনে করতে থাকি। তবে এক্ষেত্রে স্টারডমটাকে মন থেকে দূরেই রাখি। ”
প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে আটক করা হয় আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ানের মাদক মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান।
শোনা যায়, সেই সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন শাহরুখ। নাওয়া-খাওয়া ছেড়েছিলেন গৌরী খান। শুটিংয়ের কাজ ফেলে বাড়ি ফিরে আইনজীবীদের সঙ্গে রাতের পর রাত জেগে কাটান বলিউড বাদশা। ছেলে বাড়ি ফেরার পরও শান্তি ছিল না তাঁর মনে। আরিয়ানের জন্য বডিগার্ডেরও বন্দোবস্ত করেছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.