শাহরুখ খান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদবীর জন্য কম ভুগতে হয়নি শাহরুখ খানকে। একাধিকবার শুনতে হয়েছে ‘দেশদ্রোহী’ খোঁটাও। তবে বাদশার মন্নতে যতটা মহাসমারোহে ইদ পালন হয়, ততটাই জাঁকজমক করে গণেশ চতুর্থীর পুজো হয়। আলাদা করে কোনওদিন নিজের ধর্ম কিংবা তার অস্তিত্বের কথা বলতে হয়নি শাহরুখ খানকে। বলিউডের সেই সুপারস্টারই মেগা বাজেটের ‘মহাভারত’ তৈরি করতে চেয়েছিলেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি আজও! কেন, কোন কারণে শাহরুখের ‘মহাভারত’ নিয়ে সিনেমার প্ল্যান ভেস্তে গেল?
‘বাহুবলী’র চেয়েও বড় পরিসরে মহাভারত তৈরি করার ইচ্ছে ছিল কিং খানের। তিনি বলিউড সাম্রাজ্যের বাদশা। বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ার তিল তিল করে গড়ে তুলেছেন। আটান্ন বছর বয়সেও পর্দায় দাপিয়ে ম্যাজিক দেখাচ্ছেন। অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা সবক্ষেত্রেই সফল শাহরুখ। যখন যেটা করেন, সেখানে নিজেকে পুরো উজাড় করে দেন। বছর খানেক আগে, এক সাক্ষাৎকালে শাহরুখ ফাঁস করেছিলেন কেন তাঁর মহাভারত নিয়ে সিনেমা বানানো হল না?
বাদশা বলেছিলেন, “মহাভারত অবলম্বনে রাজমৌলীর ‘বাহুবলী’র থেকেও বেশি বাজেটের ছবি তৈরি করতে চেয়েছিলাম। ওটা আমার স্বপ্ন। বছরখানেক হয়ে গেল। তবে সেই প্রজেক্টে এখনও হাত দিতে পারিনি। আমি চাই তৈরি করতে, তবে আমার কাছে সেই বাজেটটা নেই। যদি কেউ যৌথ উদ্যোগে আমার সঙ্গে প্রযোজনা করেন, তবেই সম্ভব। তবে ভারতীয় প্রযোজক চাই না। আন্তর্জাতিক কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেধেই মহাভারতকে বড় পরিসরে পর্দায় নিয়ে আসতে চাই। কারণ, ভারতীয় প্রযোজক এবং ভারতীয় সিনেমার মার্কেট খুবই সীমিত। এই প্রজেক্ট হলে আন্তর্জাতিক ময়দানের জন্য তৈরি হওয়া উচিত। তাই বিদেশের কোনও প্রযোজনা সংস্থাকে চাই পাশে।” ২০১৭ সালের এক সাক্ষাৎকারে একথা জানান বাদশা। শাহরুখের আগে আমির খানও মহাভারত নিয়ে ছবি বানানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন। বলছিলেন, এটা নাকি তাঁরও স্বপ্নের প্রজেক্ট। তবে পরবর্তীতে এই বিষয়ে আর কোনও কথাই বলেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.