Advertisement
Advertisement
Shah Rukh Khan

গাড়ি নিয়ে ব্যাপক স্টান্টবাজি শাহরুখের, আড়াই কোটির খেসারত দিতে হল প্রযোজককে!

ঠিক কী ঘটেছিল?

When Shah Rukh Khan crashed a car, caused Rs 2.6 crore damages on 'Don 2' set
Published by: Akash Misra
  • Posted:May 1, 2024 5:18 pm
  • Updated:May 1, 2024 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০১১। তুমুল ব্যস্ততায় ফারহান আখতার পরিচালিত ‘ডন ২’ ছবির শুটিং করছেন শাহরুখ। অ্যাকশন দৃশ্য়ের শুটিং চলছে। গাড়ির চালকের আসনে শাহরুখ। পাশে বসে সহ অভিনেতা অ্যালি খান। আর পিছনের শিটে বসে রয়েছেন ফারহান। বার্লিনের রাস্তায় জোরে ছুটছে গাড়ি। ঠিক এই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গেল উলটে। ব্যস, শুটিং বন্ধ। প্রযোজকের পকেট থেকে গায়েব হল আড়াই কোটি টাকা!

ভাবছেন এ আবার কেমন কাণ্ড! ব্যাপারটা সম্প্রতি খোলসা করলেন অভিনেতা অ্যালি খান। এক সাক্ষাৎকারে শাহরুখের কথা উঠতেই, অ্যালি বলেন, ”ডন ২ ছবির শুটিং আজও ভুলতে পারিনি। বিশেষ করে গাড়ি নিয়ে চেজিং দৃশ্য। শাহরুখ তখন গাড়ি চালাচ্ছেন। আমি তাঁর পাশেই বসে। হঠাৎ করেই গাড়ির পিছনে আটকানো ভারী ক্যামেরার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুরোই উলটে যায়। আমরা কেউই আহত হয়নি। তবে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার মূল্য আড়াই কোটি টাকা। পুরো ব্যাপারটায় শাহরুখ কিন্তু একটুও ঘাবরে যাননি। বরং অল্প ব্রেক নিয়ে শুটিং শুরু করেছিলেন। ততক্ষণে নতুন ক্যামেরাও চলে এসেছিল।”

Advertisement

[আরও পড়ুন: গরমে লাগাতার ভোট প্রচার, অসুস্থ সোহম ভর্তি হাসপাতালে, কেমন আছেন এখন?]

প্রসঙ্গত, ফারহান আখতারের ‘ডন থ্রি’তে শাহরুখ খানকে (Shah Rukh Khan) সরিয়ে সিংহাসনে বসেছেন রণবীর সিং। টিজার দেখে কিং খান অনুরাগীরা তো বটেই এমনকী সিনেদর্শকদের একাংশও ঘোর আপত্তি জানিয়েছিলেন। তবে নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন ফারহান। কিন্তু এবার শাহরুখ নিজেই মেগাবাজেটের সিনেমায় চমক দিতে চলেছেন ‘ডন’-এর ভূমিকায়। এহেন চরিত্র তাঁর কাছে জলভাত! কারণ আগেও ডনের ভূমিকায় দর্শকদের নজর কেড়েছেন। এবার পরিসর, পরিচালক আলাদা হলেও শোনা যাচ্ছে, কিং খান নাকি কোমর বেঁধে মাঠে নামছেন।

বহুদিন ধরেই মেয়ে সুহানা খানের (Suhana Khan) সঙ্গে শাহরুখের স্ক্রিনশেয়ার করার কথা শোনা যাচ্ছে। সিনেমার নাম ‘কিং’ (King)। পরিচালনায় সুজয় ঘোষ। সেই সিনেমা নিয়েই এবার প্রকাশ্যে এল বড়সড় তথ্য। শাহরুখ নাকি এই ‘কিং’ ছবিতে ডনের ভূমিকায় অভিনয় করবেন। কথা ছিল, শাহরুখকে শুধু ক্যামিওর চরিত্রে দেখা যাবে। তবে পরবর্তীতে ‘পাঠান’, ‘জওয়ান’ জলওয়া দেখে সিদ্ধান্ত বদলে চিত্রনাট্যের খোলনলচেও বদলে ফেলেছেন নির্মাতারা। বাদশাকে নাকি এই সিনেমায় দেখা যাবে আদ্যোপান্ত ডন-এর চরিত্রে। আর মেয়ে সুহানা থাকছেন তাঁর শিষ্যার চরিত্রে। গৌরী খানের সঙ্গে যৌথ প্রযোজক শাহরুখের ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ২০০ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। ফারহান আখতারের পরিচালনায় কিং খানের ডন অবতার দুবার বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল। এবার সুজয় ঘোষের ফ্রেমে বাদশা কোন ম্যাজিক দেখান? সেটার অপেক্ষায় যে দর্শকরা বুক বাঁধবেন, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলার পিছনে দেশবিরোধী শক্তি! তদন্তে আর কী জানা যাচ্ছে?]

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement