Advertisement
Advertisement
Sanjay Dutt Deepika Padukone

‘দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হত…’, বিস্ফোরক সঞ্জয় দত্ত, ‘বিতর্কে’র ঝড়

দীপিকা পাড়ুকোনকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য সঞ্জুবাবার।

When Sanjay Dutt Expressed His Wish To Make Deepika Padukone His Fourth Wife
Published by: Sandipta Bhanja
  • Posted:January 8, 2025 7:41 pm
  • Updated:January 8, 2025 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের ছয় ছয়টা বছর জেলে কাটিয়েছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। আদ্যোপান্ত বিত্তশালী ফিল্মি পরিবারের ‘বিগড়ে’ যাওয়া সন্তান হয়েও অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কত শত বিতর্ক। নারীঘটিত কেচ্ছা! আইনি পাঁক। নায়ক থেকে ‘খলনায়ক’। বহু উত্থান-পতনের সাক্ষী বলিউডের সঞ্জুবাবা, কিন্তু রিল থেকে রিয়েল লাইফে আবার ফিনিক্স পাখির মতো অভ্যুথান ঘটেছে তাঁর। তবুও বেপরোয়া সঞ্জয় দত্ত। দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) স্ত্রী হিসেবে পাওয়ার ইচ্ছেপ্রকাশ করে কী এমন বলেন, যার জন্য বিতর্কে জড়াতে হয় সঞ্জুবাবাকে?

‘দীপিকাই আমার চতু্র্থ স্ত্রী হত…’, রসিকতার ছলে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ককে ফের ‘খাল কেটে’ নিয়ে আসেন সঞ্জয় দত্ত! সঞ্জুবাবা বরবারই সোজাসাপটা। কখনও ব্যক্তিগতজীবন পর্দার আড়ালে রাখেননি। তাঁর রঙিন জীবনচর্যা একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছে। যেখানে অসংখ্য মহিলানামের আনাগোনা। বলিপাড়ার সেই বিতর্কিত সুপারস্টারই দীপিকা পাড়ুকোনকে স্ত্রী হিসেবে পাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন এক সাক্ষাৎকারে। সঞ্জয় দত্তকে প্রশ্ন ছোড়া হয়েছিল, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর পরিবর্তে কাকে দেখতে চান? তার উত্তরেই বলিপাড়ার অন্য নায়িকাদের থেকে দীপিকাকে এগিয়ে রাখেন তিনি। অভিনেত্রীর সৌন্দর্যের বর্ণনা দিয়ে সঞ্জয় দত্ত বলেন, “আমার বয়স আরেকটু কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হতেন।” যদিও সঞ্জুবাবার এহেন ‘রসিক’ উত্তর নেটপাড়ার একাংশ মোটেই ভালো চেখে দেখেননি। অতঃপর অভিনেতার তীব্র নিন্দা করেছেন তাঁরা প্রকাশ্যেই। কারও মন্তব্য, ‘এরকমভাবে প্রকাশ্যে বলার স্পর্ধা দেখে হতবাক হচ্ছি! জনসমক্ষে যদি এভাবে কথা বলে তাহলে ব্যক্তিগতস্তরে এরা কী করে, সেটা ভেবেই অবাক হচ্ছি।’ কারও মন্তব্য, ‘এটা কীধরণের মন্তব্য! শুনে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।’ কেউ বা আবার সঞ্জয় দত্তকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করলেন।

Advertisement

নারীসঙ্গ, মাদকজাল থেকে সন্ত্রাসযোগের অভিযোগে একাধিকবার বিতর্কের শিরোনামে রাজত্ব করেছেন সঞ্জয় দত্ত। বলিউড পর্দায় রাজকুমার হিরানির ফ্রেমে ‘সঞ্জু’ ছবিতে উঠে এসেছে তাঁর বিতর্কিত জীবন থেকে জেলের দুর্বিষহ অভিজ্ঞতার নানা কাহিনী। বর্তমানে স্ত্রী মান্যতার সঙ্গে দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের ঘরকন্না। কিন্তু দীপিকা পাড়ুকোন সম্পর্কে বেফাঁস কথা বলে বিতর্কে জড়াতে হল সঞ্জয় দত্তকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement