Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bachchan

লাগাতার ফ্লপের জেরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন অভিষেক, কীভাবে সামাল দেন অমিতাভ?

জুনিয়র বচ্চনের কাছে বাবার কথাই বেদবাক্য।

When Abhishek Bachchan wanted to quit acting, how Big B convinced
Published by: Sandipta Bhanja
  • Posted:March 15, 2025 8:28 pm
  • Updated:March 15, 2025 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের নতুন ছবি ‘বি হ্যাপি’। ছবির প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই প্রশ্ন-উত্তর পর্বে কথা প্রসঙ্গে অভিনেতা তাঁর অতীতের এক বিশেষ ঘটনার কথা প্রকাশ করেন। একটা সময় নিজের পেশা এবং অভিনয় দুটো নিয়েই প্রশ্ন জেগেছিল জুনিয়র বচ্চনের মনে। সেই বিষয়েই আরও একবার মুখ খুললেন অভিষেক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মনে পড়ে, একবার রাতে বাবার কাছে গিয়ে বলেছিলাম- ‘আমি বোধহয় নিজের পেশা নির্বাচনে ভুল করেছি। আর সেই কারণেই হয়তো যে কাজে হাত দিচ্ছি, সেটাই বিফলে যাচ্ছে। বারে বারে ব্যর্থতার সম্মুখীন হচ্ছি। আমার বোধহয়, অভিনয় থেকে এবার সরে দাঁড়ানো দরকার।” এই ব্যর্থতার বোঝা ঝেড়ে ফেলতেই এক সময় নাকি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন অভিষেক বচ্চন। কিন্তু সেই সময়ে রুখে দাঁড়ান অমিতাভ।

Advertisement

ছেলের সিদ্ধান্ত বদলাতে বড় ভূমিকা নেন বাবা অমিতাভ বচ্চন। অভিষেকের মনের জোর বাড়াতে মাঠে নামেন খোদ। ছেলের সঙ্গে একজন বাবা হিসাবে নয়, কথা বলেন একজন পেশাদার অভিনেতা হিসাবে। অভিষেক নিজমুখে একথা জানিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ফাঁস করেন অমিতাভ কীভাবে সামাল দিয়েছিলেন। “বাবা বললেন, একজন অভিনেতা হিসাবে আমি বলতে পারি, তোমার এখনও অনেক পথ চলা বাকি। প্রত্যেকটা কাজে তোমাকে নতুন করে শুরু করতে হবে। তবেই উন্নতি করতে পারবে। আমি কখনোই চাই না তুমি মাঝপথে হাল ছেড়ে পালিয়ে যাও। লড়াই চালিয়ে যাও। সাফল্য তোমার কাছে ধরা দেবেই। বাবার এই কথাগুলোই আমার কাছে বেদবাক্য। তখন থেকেই ব্যর্থতাকে সাফল্যের অংশ হিসেবে জেনেছি এবং বাবার সেই কথাগুলো পাথেয় করেই আজও আমি এগিয়ে চলেছি”, জানালেন অভিষেক বচ্চন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub