সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে যে ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করছেন বলিউড অভিনেতা আলি ফজল, তাতে কোনও সন্দেহ নেই। একের পর এক খ্যাতনামা হলিউডি ছবির গুরুত্বপূর্ণ চরিত্র বাগিয়ে নিয়েছেন। দিন কয়েক আগেই ঘোষণা করেছেন তাঁর নয়া হলিউড ছবি ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। বিপরীতে মার্কিন মুলুকের ডাকসাইটে সুন্দরী গাল গ্যাডট। যে কারণে আলি বর্তমানে লন্ডনে রয়েছেন। ‘ডেথ অন দ্য নাইল’-এর শুটিংয়ের জন্য অভিনেতার ব্যস্ততা আপাতত তুঙ্গে। কিন্তু তাতে কী? জন্মদিন উদযাপনের সুযোগ তো আর হাতছাড়া করা যায় না! তাই ভারতীয় এই অভিনেতাকে জন্মদিনে সারপ্রাইজ দিতে এক ছোটখাটো পার্টির আয়োজন করে ফেললেন ‘ওয়ান্ডার উওম্যান’ গাল গ্যাডট।
সহ অভিনেতা, এমনিতেই স্বজন-বাড়ি ছেড়ে দূরদেশে কাজের জন্য রয়েছেন। আর ঠিক এই ভাবনা থেকেই জন্মদিনে আলি ফজলকে চমকে দিলেন গাল গ্যাডট। আর এই আয়োজনে অভিনেত্রীর সঙ্গী ছিলেন অ্যানিট বেনিং। সম্প্রতি, ৩৩-এ পা রেখেছেন আলি। আর সেই সুবাদেই সহ-অভিনেতার জন্য পার্টির আয়োজন করেছিলেন ‘ওয়ান্ডার উওম্যান’। সারাদিন শুটিংয়ের পর রাতে এক জমকালো রেস্তরাঁয় নৈশভোজ সারতে দেখা যায় ‘ডেথ অন দ্য নাইল’-এর তিন অভিনেতা আলি ফজল, গাল গ্যাডট এবং অ্যানিট বেনিংকে। আর তা জানান দিল ভারতীয় এই অভিনেতার ইনস্টাগ্রাম পোস্টই।
প্রসঙ্গত, আলি ইতিমধ্যেই ৪টি হলিউড ছবি করে ফেলেছেন। তার মধ্যে ‘ফিউরিয়াস ৭’ ও ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকের। ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ যদিও বক্স অফিসে তেমন লক্ষ্মীলাভ করতে পারেনি, তবে আলি ফজলের অভিনয় মন কেড়েছিল দর্শক থেকে সমালোচক, সবার। আর এবার একেবারে তারকাখচিত হলিউড ছবি ‘ডেথ অন দ্য নাইল’-এ তাঁকে দেখা যাবে। তাও আবার ‘ওয়ান্ডার উওম্যান’ গাল গ্যাডটের বিপরীতে। ছবির পরিচালক কেনেথ ব্রানা। অগাথা ক্রিস্টির উপন্যাস ‘ডেথ অন দ্য নাইল’ অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। নীল নদের বুকে একটি জাহাজে রহস্যজনকভাবে খুন হয় একজন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। পুলিশের সন্দেহভাজনের তালিকায় একাধিক মানুষের নাম নথিভুক্ত হয়। কিন্তু এরপর থেকেই এক এক করে খুন হতে থাকে তারা। রহস্যের জট আরও বাড়তে থাকে। ঠিক এই প্লটের ভিত্তিতেই শুরু হচ্ছে ‘ডেথ অন দ্য নাইল’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.