Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

দুয়া নয়, সারারাত কার জন্য দু’চোখের পাতা এক করতে পারছেন না দীপিকা?

সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন।

What keeps Deepika Padukone awake at night

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sayani Sen
  • Posted:March 22, 2025 4:16 pm
  • Updated:March 22, 2025 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর-দীপিকার সংসারে মাত্র কয়েকদিন আগেই বেড়েছে সদস্য সংখ্যা। আপাতত চেটেপুটে মাতৃত্ব উপভোগ করছেন দুয়ার মা। খুদের রাতভর জেগে থাকার কারণে অনেক সময় মায়ের ঘুমের সমস্যা তৈরি হয়। তবে দুয়া নাকি লক্ষ্মী মেয়ে। মাকে সেভাবে জ্বালায় না। তা সত্ত্বেও রাতে ঘুম হচ্ছে না দীপিকার। কে রাতের ঘুম কাড়ল অভিনেত্রীর?

একথা শুনে নিশ্চয়ই মনে দুষ্টু প্রশ্ন জাগছে? তবে তেমন কিছু নয়। এই বিষয়টা চলুন খোলসা করা যাক। সম্প্রতি দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন। তাতে একটি মহিলাকে চোখ খুলে শুয়ে থাকতে দেখা যায়। পাশে রাখা দুটি রং। একটি রুপোলি এবং অপরটি সোনালি। ওই রং দুটি তুলি দিয়ে মেশানো হচ্ছে। ভিডিওতে বলা হচ্ছে, ‘মিক্সিং, মিক্সিং, মিক্সিং।’ যার দ্বারা স্পষ্ট কিছু মেশানো হচ্ছে। আর মিশ্রণের ফলে তৈরি হয়েছে ‘গিলভার’ রং।

Advertisement

Deepika Padukone

সম্প্রতি আবু ধাবিতে একটি অনুষ্ঠানে যোগ দেন দীপিকা। মাতৃত্ব নিয়ে মুখ খোলেন। জীবনের এই বিশেষ মুহূর্ত উপভোগ করছেন বলেই জানান। তবে এই সময়টা যে বেশ কঠিন তা স্বীকার করে নেন অভিনেত্রী। বলে রাখা ভালো, গত বছরের নভেম্বরে রণবীর এবং আলিয়া তাঁদের ছোট্ট মেয়ে দুয়ার সঙ্গে সকলের আলাপ করান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement