Advertisement
Advertisement

Breaking News

রানুর আচরণ

‘হোয়াট ইজ দিস?’ অনুরাগীর ছোঁয়াতেই মেজাজ হারালেন রানু মণ্ডল

দেখুন ভাইরাল ভিডিও।

'What is this?' Ranu Mandol losses temper to get touch from follower
Published by: Sucheta Sengupta
  • Posted:November 4, 2019 1:25 pm
  • Updated:November 4, 2019 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দারিদ্র, অবহেলা থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠা। জীবনের নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে যেতে মনের কোমল স্তরগুলিতে যেন একটু একটু করে আস্তরণ পড়ে গিয়েছে। নইলে কি আর অনুরাগীর স্পর্শ পেয়ে এমন খেপে ওঠেন গায়িকা? তাঁর মেজাজ হারানোর ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। শুরু হয়েছে সমালোচনাও।
বলা হচ্ছে সঙ্গীত জগতের সাম্প্রতিকতম আবিষ্কৃত প্রতিভা রানু মণ্ডলের কথা। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানে গিয়েছেন রানু। সঙ্গে বেশ কয়েকজন। অনুষ্ঠানের হইচইয়ের মাঝেই এক কমবয়সী মহিলা রানুর পাশে এসে তাঁর হাত আলতো ছুঁয়ে ডাকেন। সম্ভবত রানুকে নিয়ে নিজের ভাল লাগার কথা তিনি জানাতে গিয়েছিলেন। হাতে ছিল মোবাইল। হয়ত প্রিয় গায়িকার সঙ্গে সেলফিও তুলতেন। তাই ভিড়ের মাঝে ওভাবে ডেকে বলতে চাইছিলেন।

[আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছায় শাহরুখকে খোঁচা সলমনের! কী উত্তর দিলেন কিং খান?]

কিন্তু ফল হল উলটো। অনুরাগীর কথা না শুনে, হাতে স্পর্শ পাওয়া মাত্রই বেশ চটে গেলেন রানু মণ্ডল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘুরে দাঁড়িয়ে রানু তাঁর দিকে পালটা হাত নাড়িয়ে কী সব বলছেন। কান পেতে শোনা গেল রানু মণ্ডল ওই মহিলাকে জিজ্ঞেস করছেন, ‘হোয়াট ইজ দিস?’ সঙ্গে সঙ্গে তাঁর পাশে থাকা একজন বলে উঠলেন, ‘গায়ে হাত দিয়ে ডাকছেন কেন? এসব উচিত নয়।’ রানুও গলা তুলে বললেন, ‘এসব কী? মানে কী এসবের?’ গুণমুগ্ধ গায়িকার এমন আচরণে স্বভাবতই অপ্রস্তুত হয়ে পড়েন ওই মহিলা। যদিও তিনি হেসে সবটা সামলে নেন।

Advertisement

[আরও পড়ুন: বান্দ্রার কলেজে ভক্তদের সঙ্গে জন্মদিন উদযাপন শাহরুখের]

তবে সেলিব্রিট রানু মণ্ডলের এহেন আচরণ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, যে অনুরাগীরা রানাঘাট স্টেশনে বসে থাকা রানুর গান এভাবে ছড়িয়ে দিল, তাঁদের সঙ্গেই এমন আচরণ করছেন সেলিব্রিটি গয়িকা! কেউ কেউ অবশ্য রানুকে সমর্থনও করেছেন। তাঁদের বক্তব্য, ভিড়ের মাঝে কারও গায়ে হাত দিয়ে ডাকা মোটেই শোভনীয় কাজ নয়। এর আগেও রানু বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। তবে এবারে তাঁর আচরণও বেশ সমালোচিত হয়েছেন। তাহলে কি অনুরাগীদের প্রতি এতই বিরক্ত সেলিব্রিটি রানু মণ্ডল?অনুরাগীদের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement