সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুথ পরিদর্শনে গিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনতে হল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে (TMC Candidate Soham Chakraborty)। বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের (Chandipur) মহম্মদপুর ১ নম্বর ব্লকের ঘটনা।
সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) চণ্ডীপুর এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থী সোহম। বেলা ন’টা নাগাদ মহম্মদপুর ১ নম্বর ব্লকে পৌঁছান। অভিযোগ, বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা। প্রথমে কোনও প্রতিক্রিয়া দেননি সোহম। বুথের পরিস্থিতি দেখে নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি। স্লোগান দিতে দিতে বিজেপি সমর্থকরাও সেখানে পৌঁছে যান। গাড়ির খুব কাছে তারা চলে এলে সোহমের নিরাপত্তারক্ষীরা তাদের দূরে সরে যেতে বলেন। তখনই গাড়ি থেকে নেমে পড়েন সোহম। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান তৃণমূল প্রার্থী। জওয়ানরা থাকা সত্ত্বেও এভাবে জটলা করে কীভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সম্ভব? প্রশ্ন তোলেন তারকা। এরপরই সক্রিয় হন জওয়ানরা। জটলা ভেঙে বিজেপি সমর্থকদের নির্দিষ্ট দূরত্বে থাকতে বলেন।
সকাল থেকে বুথ পরিদর্শন করে চলেছেন তৃণমূলের আরেক তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও (Sayantika Banerjee)। বাঁকুড়া (Bankura) কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা সকালে রামপুরে ১০৬, ১০৭ নম্বর বুথ ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন মিনতি মিশ্র। একটি কেন্দ্রে বেশ কিছুক্ষণ ইভিএম খারাপ থাকায় ক্ষোভও প্রকাশ করেন। ভোট প্রভাবিত করার জন্যই ইভিএম খারাপ করা হয়েছিল বলে অভিযোগ করেন। ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও (BJP Candidate Hiran Chatterjee)। বাংলার মানুষ উন্নয়ন চান বলেই সকাল থেকে সকলে এসে ভোট দিচ্ছেন বলে দাবি করেন তিনি।
West Bengal | The people here want development. We need a super speciality hospital and a women’s college here. A large number of people have come out to cast their vote today: Hiron Chatterjee, actor and BJP candidate from Kharagpur Sadar assembly constituency, pic.twitter.com/qg2Vc2fOkB
— ANI (@ANI) April 1, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.