সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপরে চৈত্রের রোদ। বেলা বাড়লে রাস্তায় বের হওয়া দায়। তাতে কী? ভোটের প্রচারে খামতি রাখছেন না তারকা প্রার্থীরা। কিছুদিন আগেই চণ্ডীতলার বিজেপি প্রার্থী (BJP Candidate) হয়েছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। বাড়ির ছেলে হয়ে প্রচারে নেমে পড়েছেন তিনি। মা-কাকিমাদের দেওয়া মিষ্টিও খাচ্ছেন আবার ছোটদের আবদারে সেলফিও তুলছেন তারকা প্রার্থী।
টোটো চড়ে বাঁকুড়ার রাস্তায় প্রচার করছেন তৃণমূল প্রার্থী (TMC Candidate) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। “বাংলা নিজের মেয়েকে চায়” বলে স্লোগানও দিচ্ছেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। বাঁকুড়ার (Bankura) সোনামুখীতে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে রোড শোয়ে যোগ দিলেন বীরভূমের শতাব্দী রায় (Satabdi Roy)। ‘খেলা হবে’ গান বাজল সেই প্রচার পর্বে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোল দক্ষিণের রাস্তায় দেখা যাচ্ছে সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। বুধবারও তার অন্যথা হল না। দুয়ারে দুয়ারে প্রচারেই ভোট চাইছেন নায়িকা।
শোভন চট্টোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত বেহালা পূর্বে (Behala Purba) বিজেপি প্রার্থী হয়েছেন পায়েল সরকার। সেই গোঁসাতেই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপি ত্যাগ করেছেন শোভন। শোভন-বৈশাখীর ইস্তফা গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে এখনও দোটানায় বিজেপি। এমন পরিস্থিতিতেই এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন পায়েল (Paayel Sarkar)।
আশীর্বাদ এবং তোমাদের সকলের ভালবাসা নিয়ে শুরু করলাম আমার নতুন পথচলা for @BJP4India @BJP4Bengal .#PaayelForBehalaEast #BJP #VoteForPaayelSarkar #BJPGorbeSonarBangla pic.twitter.com/ax0qm5M9SF
— Paayel Sarkar (@Paayel_12353) March 16, 2021
শ্যামপুর কেন্দ্রের বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতার ছবি পোস্ট করেছেন তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। বারাকপুরের ২ ও ৩ নং ওয়ার্ডের প্রচারের ছবি শেয়ার করেছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
It was a pleasure interacting with the people of Shyampur Constituency today. The love for #BJP and the sheer discontent with Pishi only means one thing : #AbKiBaar200Par #SonarBangla @BJP4Bengal @BJP4India @KailashOnline @DilipGhoshBJP pic.twitter.com/KRE9FoltAK
— Tnusree C (@tnusreec) March 15, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.