Advertisement
Advertisement

Breaking News

RG Kar Doctor Death

‘বেটি বাঁচাও, বেটি পড়াও, আর কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই’, RG Kar কাণ্ডে গর্জে উঠলেন নীনা গুপ্তা

মেয়েদের নিরাপত্তা নিয়ে সমাজ, প্রশাসনকে কাঠগড়ায় তুললেন প্রবীণ অভিনেত্রী।

RG Kar Doctor Death: Neena Gupta reacts on RG Kar Case
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2024 11:39 am
  • Updated:August 19, 2024 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার তরুণী তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনায় (RG Kar Doctor Death) এবার গর্জে উঠলেন নীনা গুপ্তা (Neena Gupta)। বাংলার আন্দোলন যে রাজ্যের গণ্ডি পেরিয়ে আগেই মায়ানগরী অবধি পৌঁছেছে, ১৪ আগস্ট রাতেই সেটা বোঝা গিয়েছিল। করিনা কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহা থেকে রিচা চাড্ডার পাশাপাশি আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলেছেন। এবার গর্জে উঠলেন নীনা গুপ্তা।

বিগত কয়েকদিন ধরেই মেয়েদের নিরাপত্তা ইস্যু প্রবীণ বলিউড অভিনেত্রীর কপালে ভাঁজ ফেলে দিয়েছে! কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পকে কাঠগড়ায় তুলে নীনার মন্তব্য, “আমরা এই অপরাধের নিন্দা সমালোচনা করছি, ঠিক আছে। কিন্তু এসবের সমাধান কী? অপরাধ ঠেকানোর একটা ব্যবস্থা তো করতে হবে। দেখুন, ভারত অনেক বড় একটি দেশ। প্রয়োজনে দেশের প্রতিটা রাজ্য, জেলা, অঞ্চল বা গ্রামে মহিলা সুরক্ষার জন্য কমিটি গড়ে উঠুক। যেখানে মহিলারা এই বিষয়ের উপর নজরদারি চালিয়ে উনিশ-বিশ দেখলেই অভিযোগ জানাবে। তবে এতেও কি সমস্যার সুরাহা হবে?”, প্রশ্ন নীনা গুপ্তার।

Advertisement

[আরও পড়ুন: ‘খোকা নিখোঁজ!’, RG Kar কাণ্ডে ‘মৌন’ অনির্বাণকে কটাক্ষ টলিউড প্রযোজকের]

অভিনেত্রীর কথায়, “ধরুন, গ্রামের একটা মেয়ে সন্ধে বা রাতে অনেক দূর হেঁটে কর্মস্থলে যাচ্ছে বা ফিরছে, তার নিরাপত্তার উপর নজরদারি চালানো মহিলারাও তো সেক্ষেত্রে সুরক্ষিত নন। আমি তো ভেবে কোনও সমাধান বের করতে পারছি না। সমাজের মানসিকতা বদলাতে আরও সময়ের প্রয়োজন।” এরপরই নীনার সংযোজন, “সরকার বলছে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। আরে পড়াশোনা করালে তো মেয়েরা কাজ করতে যাবেই। আর সেই কর্মস্থলেই তাঁরা নিরাপদ নন? সেখানেও মেয়েদের নিরাপত্তা নেই। আমি তাই সকলের কাছে প্রশ্ন রাখছি, এর সমাধান কী?”

[আরও পড়ুন: RG Kar: ‘মেয়েটাকে দেখলেই নিজের সন্তানের মুখ মনে পড়ে’, লাইভে অঝোরে কাঁদলেন অনিন্দ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement