Advertisement
Advertisement
WB Panchayat Election 2023

পঞ্চায়েত ভোটে রক্তাক্ত বাংলা! ‘নির্বাচন কমিশনার গোঁফে তা দিচ্ছিলেন’, বিস্ফোরক জয়জিৎ

ভোট হিংসায় ‘নির্বাক’ নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তোপ অভিনেতার।

WB Panchayat Election 2023: Actor Joyjit Banerjee slams WB Election commissioner rajiv sinha | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 9, 2023 9:43 am
  • Updated:July 9, 2023 9:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট শেষ হলেও রেশ শেষ হয়নি! রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি এখনও জারি। প্রাণহানির ঘটনা থেকে গুরুতর জখম… বিশৃঙ্খল পরিস্থিতি বহু জায়গায়। রক্তস্নাত বাংলা। মনোনয়ন পর্বের গোড়া থেকেই বাংলাজুড়ে যে বেলাগাম হিংসার ছবি প্রকাশ্যে এসেছে, ভোটউৎসবের দিন তা আরও প্রকট! রবিবার সকালেও রাজনৈতিক কর্মীদের খুনের ঘটনার খবর প্রকাশ্যে আসছে। বিরোধী দলনেতারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ‘নীরব’ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কাঠগড়ায় তুললেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

২০২৩ সালের পঞ্চায়েত ভোটে যে দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা, তা অনেকেরই রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কত মায়ের কোল খালি হয়েছে। কত সন্তান পিতৃহারা হয়েছে। কেউ কেউ বা আবার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি। এমন রক্তাক্ত পঞ্চায়েত ভোট নিয়ে এবার প্রতিবাদে গর্জে উঠলেন জয়জিৎ। কোনওরকম রেয়াত না করেই অভিনেতা সরাসরি তোপ দেগেছেন নির্বাচন কমিশনারের দিকে।

Advertisement

এই ভোট হিংসা নিয়ে জয়জিতের মন্তব্য, “নির্বাচন কমিশনার গোঁফে তা দিচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী মাংসভাত খাচ্ছে।” আরেকটি পোস্টে অভিনেতা প্রশ্ন তুলেছেন, “এটা ভোট? তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নামবেন না?”

[আরও পড়ুন: ‘গণতন্ত্রের লাশ’, পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে গর্জে উঠলেন ঋদ্ধি, পালটা শুনতে হল ‘বুদ্ধিজীবী’ খোঁটা]

প্রসঙ্গত, ভোটে এমন অশান্তির আবহে নির্বাচন কমিশনারের গা-ছাড়া হাবভাব নিয়ে শনিবার প্রতিবাদ করেছিলেন ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তীরা। রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে পোস্ট করেছিলেন রুদ্রনীল। এবার জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও তাঁকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করলেন।

[আরও পড়ুন: ‘আমার পাপ-পুণ্যের বিচার হবে ১০ জুলাই’, বড় ঘোষণা ‘জওয়ান’ শাহরুখের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement