সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই ভোট (WB Assembly Elections 2021)। প্রচারপর্ব চালিয়ে যাচ্ছেন নেতা, মন্ত্রী, সাংসদরা। এমন পরিস্থিতিতে আক্রান্ত হলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারের (Paayel Sarkar) ম্যানেজার।
পায়েলের ম্যানেজারের নাম রাণা প্রতাপ রাম। গতকাল রাতে বাড়ির ফেরার সময় আক্রান্ত হন তিনি। কয়েকজন দুষ্কৃতী তাঁর উপরে হামলা করেন। মাথায় চোট লাগে রাণার। সূত্রের খবরে, ইতিমধ্যেই বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে পায়েল বলেন, “বারবারই একটা কথা বলছি যে রাজনীতির ক্ষেত্রে ভায়োলেন্স এবং ঈর্ষায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষই হয়। আমাকে যতই বারবার সেলিব্রিটি বলে এখন লেবেল করা হোক, আমার এজেন্ট এবং ম্যানেজার কিন্তু একজন সাধারণ মানুষ এবং সে ভদ্রলোক যখন রাতে বাড়ি ফেরেন তাঁর নিরাপত্তা কোথায়? এমন লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাতে বাড়ি ফেরেন। তাঁদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওঁ তো কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তাহলে কেন?” প্রশ্ন তোলেন তারকা প্রার্থী (BJP Candidate)।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই পদ্ম শিবিরে (BJP) নাম লিখিয়েছিলেন পায়েল। তারপরই বেহালা পূর্বের (Behala Purba) প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। সেই গোঁসাতেই বিজেপির সঙ্গ ত্যাগ করার কথা জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও সূত্রের খবর মানলে, এখনও তাঁদের সদস্যপদ ত্যাগের আরজি মঞ্জুর হয়নি। এদিকে পায়েলের বিপক্ষে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসেবে লড়ছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আর সিপিএম প্রার্থী (CPM Candidate) শমিতা হর চৌধুরী। প্রার্থী হওয়ার পর থেকেই এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন পায়েল। পাশাপাশি তৃণমূল সরকারের সামালোচনা করে টুইটারে পোস্টও দিয়েছেন নায়িকা।
মাননীয়ার সরকার পথশ্রী প্রকল্পের নামে রাজ্যবাসীকে বোকা বানিয়েছে।যা তৈরি হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে।ফলে কিছুদিনের মধ্যেই আবার সেই ভগ্নদশা।কিন্তু বিজেপি সরকার বাংলার সড়ক নেটওয়ার্কের জন্য পরবর্তী ৫ বছরে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। #BanglarUnnotiteBJPChai
— Paayel Sarkar (@Paayel_12353) March 24, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.