Advertisement
Advertisement
Rahool Mukherjee

বন্ধ শুটিং! ক্ষুব্ধ কলাকুশলী, ফ্লোর বয়কটের হুঁশিয়ারি পরিচালকদের, এবার ময়দানে আর্টিস্ট ফোরাম?

টালমাটাল টলিপাড়া নিয়ে কী বলছেন আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক?

WB Artists' Forum on fedaration, director rahool mukherjee issue
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2024 2:30 pm
  • Updated:July 28, 2024 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যদের পুজো রিলিজের শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ কলাকুশলীরা। এদিকে রাহুলের পাশে দাঁড়িয়ে শনিবার টলিপাড়ার পরিচালকরা সম্মিলিতভাবে ফ্লোর বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই পরিচালকদের একাংশ নাকি সই-ও সংগ্রহ করা শুরু করে দিয়েছেন। এবার মধ্যস্থতা করতে চেয়ে ময়দানে নামতে চাইল আর্টিস্ট ফোরাম।

রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে ডিরেক্টর্স গিল্ড ক্লিনচিট দিলেও ফেডারেশন নিজের সিদ্ধান্তে অনড়! সেই প্রেক্ষিতে শুক্রবার রাত থেকেই টালমাটাল টলিপাড়া। যার জেরে শনিবার সকালে টেকনিশিয়ান স্টুডিওতে একজোট হয়েছেন টলিপাড়ার পরিচালকরা। রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, সকলের কণ্ঠেই এক সুর, “এটা অন্যায়।” বিকেলে অরূপ বিশ্বাসকে পাশে নিয়ে পালটা কলাকুশলীরা বিক্ষোভ প্রদর্শন করে জানান, “ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার নিশ্চয়ই আছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে চাই না। উনি ক্রিয়েটিভ প্রোডিউসারই থাকুন। আইন মেনে কেউ শুটিং করলে আমরাও যোগ দিতে রাজি।” এত দ্বন্দ্বের মাঝে এবার দেরিতে হলেও মুখ খুলল আর্টিস্ট ফোরাম।

Advertisement

[আরও পড়ুন: ‘সেক্স বেডরুমেই সীমাবদ্ধ থাকা উচিত’, অলিম্পিক বিতর্কে বামপন্থীদের দুষলেন কঙ্গনা]

ফেডারেশন-পরিচালক দ্বন্দ্ব বর্তমানে বিশালাকার ধারণ করেছে! একজোট পরিচালকদের দেখে কলাকুশলীরাও সম্মুখ সমরে প্রস্তুত। সুষ্ঠ সুরাহা এখনও ধরা দেয়নি। এদিকে পুজো রিলিজের সিনেমা নিয়ে মহাফাঁপড়ে পড়েছে এসভিএফ। যদিও প্রযোজনা সংস্থার কর্ণধার শ্রীকান্ত মোহতা যথেষ্ট আশাবাদী। তিনি জানিয়েছে, “আর কটা দিনের অপেক্ষা, পুজোর ছবি পরিচালনা করবেন রাহুল মুখোপাধ্যায়ই। প্রেক্ষাগৃহে উপচে পড়বে দর্শক।” এসবের মাঝেই রবিবার ২৮ জুলাই, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে সাফ বলা হয়েছে, “সকল ভিন্নমতাবলম্বীদের মাঝে মধ্যস্থতাকারীর দায়িত্ব নিয়ে একটি সমাধান সূত্রের খোঁজে অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত তাঁরা। টলিপাড়ায় প্রত্যেকটি শিল্পী, কলাকুশলীরা যেন স্বক্ষেত্রে কাজ চালিয়ে যেতে পারে এবং কোনওরকম অসহযোগিতার সম্মুখীন না হন”, সেই আর্জিও রেখেছেন আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক। সকলের একটাই কথা, “কোনওভাবেই শুটিং যাতে ব্যাহত না হয়।”

[আরও পড়ুন: যিশু নেই! দুই মেয়েই এখন সব, সন্তানদের হাত আরও শক্ত করে ধরলেন নীলাঞ্জনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement