Advertisement
Advertisement
Short Film

লোকটি জীবিত না মৃত? রাতের আঁধারে এই শর্ট ফিল্মের ট্রেলার কিন্তু ভয় ধরাবে!

রোমাঞ্চকর আবহ তৈরি করেছেন পরিচালক।

Watch: Trailer of Short Film Swad Anusar is out now | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 24, 2021 8:14 pm
  • Updated:January 24, 2021 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকটি জীবিত না মৃত? অন্যরা তাকে দিব্যি রক্ত মাংসের মানুষ বলে মনে করলেও সে তো নিয়েই জানাচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে! কী? শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত কি বয়ে গেল অজান্তেই? তাহলে সদ্য মুক্তি পাওয়া ‘স্বাদ অনুসার’ (Swad Anusar) শর্ট ফিল্মটির ট্রেলার দেখেও গা ছমছম করতে বাধ্য।

স্বস্তিকা মুখোপাধ্যায়, কান সিং সোধা ও অনুরাধা মুখোপাধ্যায়কে নিয়েই নিজের নতুন শর্টফিল্ম সাজিয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক ( Shieladitya Moulik)। যার ট্রেলার বেশ শিউরে ওঠার মতোই। প্রথম ঝলকেই থ্রিল ও রোমাঞ্চকর আবহ তৈরি করতে পেরেছেন তিনি। স্বাদ অনুসার বিষ মেশানোর সংলাপেও রয়েছে চমক। এর আগে তাঁর ‘ভরম’ শর্ট ফিল্মটি সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছিল। স্বাভাবিকভাবেই তাই ‘স্বাদ অনুসার’ নিয়েও আশা রয়েছে দর্শকদের মনে। শীঘ্রই ইউটিউবে মুক্তি পাবে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি।

Advertisement

[আরও পড়ুন: ‘তাণ্ডব’ বিতর্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাতকারীদের জিভ কাটলে কোটি টাকা পুরস্কার ঘোষণা কর্ণি সেনার]

দেখুন শর্ট ফিল্মটির ট্রেলার:

‘সোয়েটার’ ছবিতে সম্পর্কের গল্প বলেছিলেন পরিচালক শিলাদিত্য। তবে দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন, ওয়েব দুনিয়ার ডেবিউ করতে চলেছেন। ‘দ্য ইনসাইড জব’ (The Inside Job) ছবিটি আবার একটি ক্রাইম থ্রিলার। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও রেমো। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এর টিজার। ৩০ মিনিটের এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। শ্রীলেখা মিত্র অভিনয় করেছেন সাইবার ক্রাইমের শিকার হওয়া চরিত্রের মায়ের ভূমিকায়। প্রিয়াঙ্কাকে দেখা যাবে হ্যাকারের চরিত্রে। ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ছবিটি। ১৪ ফেব্রুয়ারি লঞ্চ করছে নতুন OTT প্ল্যাটফর্ম বিগ ব্যাং। সেখানেই দেখা যাবে ‘দ্য ইনসাইড জব’।

[আরও পড়ুন: ‘রামনামের বিরোধিতা যাঁরা করেন, তাঁরা মানবজাতির বিরোধী’, কটাক্ষ ছোটপর্দার ‘রামে’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement