Advertisement
Advertisement

Breaking News

SRK Deepika

আসেননি নয়নতারা! দীপিকাকে নিয়েই ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতে উত্তাল নাচ শাহরুখের

নতুন লুকে বাজিমাত করলেন কিং খান।

Watch: SRK, Deepika Padukone groove to 'Chaleya' at 'Jawan' success meet | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 15, 2023 8:11 pm
  • Updated:September 15, 2023 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। নিজের সর্বকালীন সেরার রেকর্ড ভেঙে নিজেই খানখান করে নতুন মাইলস্টোন গড়েছেন বাদশা। লক্ষ্মীর কৃপায় মাত্র ৮ দিনেই বক্স অফিসের ক্যাশবাক্স উপচে পড়েছে। হাজার কোটির ক্লাবে ঢোকা এখন মাত্র সময়ের অপেক্ষা। আর সেই বিজয়রথ নিয়েই এবার ‘জওয়ান'(Jawan) -এর সাকসেস পার্টিতে হাজির শাহরুখ খান।

গগনচুম্বী সাফল্যের জন্য শুক্রবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত পার্টিতে নতুন লুকে বাজিমাত করলেন কিং খান। বাদশার হেয়ারস্টাইল, পোশাকের উর্ধ্বে গিয়েও নজর কাড়ল তাঁর ‘ক্যারিশ্মেটিক নেচার’। মঞ্চে যখন শাহরুখের হাতে মাইক, তখন দর্শকাসনে বসে থাকা সকলে মন্ত্রমুগ্ধের মতো ‘হা’ করে তাকিয়ে রয়েছেন শাহরুখের দিকে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে হাজির ‘জওয়ান’-এর গোটা টিম। ‘সাফল্যের ওয়াইনে’ চুমুক দিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন সকলে। তবে আসেননি নয়নতারা। এরপর ‘লাকিচার্ম’ দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে সোজা চলে গেলেন মঞ্চে। ‘জওয়ান’-এর ‘ছলেয়া’ (Chaleya) গানে দুই তারকার সুপারহিট পারফরম্যান্সের সাক্ষী রইলেন সকলে। মুহূর্তে বদলে গেল চারপাশের পরিবেশ। হাততালি, সিটির আওয়াজে কান পাতা দায়! আর সেই ভিডিও বর্তমানে নেটপাড়ায় আগুন লাগিয়ে দিয়েছে। মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধর কণ্ঠে শোনা গেল ‘জিন্দা বান্দা’ গানটিও।

[আরও পড়ুন: ‘প্রধান’ ছবির শুটিংয়ে অজগরের গায়ে পা! যুবকের বিরুদ্ধে বনদপ্তরে অভিযোগ পরিবেশপ্রেমীদের]

কিন্তু কেন অনুপস্থিত নয়নতারা? শাহরুখ জানালেন, ১৫ সেপ্টেম্বর অভিনেত্রীর মায়ের জন্মদিন থাকায় সাকসেস পার্টিতে আসতে পারেননি তিনি। দক্ষিণী তারকার মায়ের জন্য এদিন গানও গাইলেন কিং খান।

[আরও পড়ুন: ইডির নজরে সানি লিওনি! ২০০ কোটি বাজেটের বিয়েতে ‘বিশেষ অতিথি’ হয়েই বিপাকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement