সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালের মরশুমি ফল কমলালেবু। কিন্তু দুয়ারে উত্তুরে হাওয়া কড়া নাড়তে না নাড়তেই গাছভর্তি কমলালেবুর দেখা মিলল। তাও আবার কলকাতার আবহাওয়ায়। অবিশ্বাস্য হলেও সত্যি! আর এই অসম্ভবকে সম্ভব করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
এর আগে আবাসনের বাগানে জামরুল, ফ্ল্যাটের ব্য়ালকনিতে চোদ্দ শাক ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। এবার সেই তালিকায় জুড়ল কমলালেবু। আর গাছ ভর্তি ফল দেখে অভিনেত্রী একেবারে আহ্লাদে আটখানা! নিজেই সেই কমলালেবুর গাছ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিমির শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, পুকুরপারের গাছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু হয়েছে। কোনওটা পাকা, আবার কোনওটায় পাক ধরেনি! আকারে ছোট হলেও এই মরশুমে কলকাতার মতো আবহাওয়ায় কমলালেবু ফলানো মুখের কথা নয়। শুধু তাই নয়, মিষ্টি কুলের গাছও নিজে হাতেই রোপন করেছেন বলে জানালেন তিনি। যদিও তাতে এখনও ফল ধরেনি। তবে অভিনেত্রী বেশ আশাবাদী সেই গাছ নিয়েও।
View this post on Instagram
আসলে হাতেনাতে ফল পেতে কার না ভালো লাগে? সেই ‘ফল’ যদি নিজে কসরত করে পাওয়া যায়, তার থেকে মিষ্টি আর কিছু হয় না! বৃহস্পতিবার হাজারো ব্যস্ততা সরিয়ে সেই আনন্দে ডুব দিলেন মিমি চক্রবর্তী। অভিনেত্রী বরাবরই পরিবেশপ্রেমী। শুট বা ব্যস্ত শিডিউলের অবসরে নিজের দুই পোষ্য, ব্যালকনির বাগান নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে রকমারি ফুল-ফলের চাষ করেন ছোট্ট পরিসরে। যত্নও করেন সেরকম। কখনও কোভিডকালে আবাসনে তাঁরই হাতে রোপণ করা জামরুল গাছ থেকে ফল পাড়ার ভিডিও শেয়ার করেছেন। আবার কখনও বা নিজের জলপাইগুড়ির বাড়ির বাগান থেকে কুল পাড়ার ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় জুড়ল কমলালেবু। ‘এমন গাছপ্রেমী তারকা সত্যিই খুঁজে পাওয়া দায়!’, বলছেন অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.