ইন্দ্রনীল শুক্লা: ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কিফ) প্রদর্শিত হল মহিলা ভাস্কর উমা সিদ্ধান্তকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘উমা’। ভাস্কর্যের পাশাপাশি ছবি আঁকা, প্রতিমা গড়াতেও তাঁর দক্ষতা তাৎপর্যপূর্ণ। হাতের গদ্যটিও চমৎকার। এমন বহুমুখী শিল্পীকে নিয়েই ডকু বানিয়েছেন মহিলা তথ্যচিত্রকার অবন্তী সিনহা। নবতিপর উমার দেখা মিলেছে এখানে। তাঁর ব্যক্তিজীবন, শিল্পীজীবন নিয়ে জানার সুযোগ মিলেছে। ছবিটি ফের ৬ ডিসেম্বর দেখানো হবে নন্দন ৩ প্রক্ষাগৃহে, বিকেল ৫টায়। অবন্তী এর আগে বিরল ছৌ নাচ নিয়ে ‘ইন সার্চ অফ পরভা ছৌ’, বৌদ্ধ জল সংরক্ষণের আচার ঘিরে ‘ভূমচু’ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে তৈরি করেছেন ‘ওয়ার অ্যান্ড ওয়রশিপ’। ছবিগুলি দেশ-বিদেশের নানা উৎসবে প্রদর্শিত হয়েছে। ‘উমা’ তাঁর চতুর্থ তথ্যচিত্র। এই নিয়ে তৃতীয়বার তাঁর তথ্যচিত্র কিফ-এ প্রদর্শিত হচ্ছে।
তথ্যচিত্র থেকে জানা যাচ্ছে, ১৯৩৩ সালের ১১ জানুয়ারি বরানগরে বনহুগলীতে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন উমা। প্রথম শিল্পকলার পাঠ নেন শিল্পী নন্দলাল বসুর ছাত্র ফণীভূষণ দাস-এর কাছে। স্কুলের পাঠ শেষ হতে বাবা-মা তাঁকে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ভর্তি করে দেন। তবে মহিলা হওয়ার কারণে ভর্তিকালে সমস্যায় পড়েন উমা। অবন্তী জানাচ্ছেন, ‘পরীক্ষক মন্ডলী উমাকে পেইন্টিং-এ ভর্তির পরামর্শ দেন। তাঁদের যুক্তি ছিল ভাস্কর্য গড়তে শারীরিক শক্তির প্রয়োজন যা মহিলাদের দ্বারা সম্ভব নয়। উমার পাল্টা যুক্তি গ্রামের বধূরা দূর থেকে বোঝা মাথায় বয়ে আনে, তাতেও যথেষ্ট মেহনত লাগে। যুক্তি শুনে পরীক্ষকরা অনিচ্ছা সত্ত্বেও ভাস্কর্য বিভাগে ভর্তি করে নিতে রাজি হলেন এই শর্তে যে, কাজ ঠিকমতো করতে না পারলে তাঁকে পেইন্টিং-এ পাঠিয়ে দেবেন। বাকিটা তো ইতিহাস! আর্ট কলেজের প্রথম মহিলা ভাস্কর হিসেবে উত্তীর্ণ হলেন উমা সিদ্ধান্ত।’ বর্ণময় এই শিল্পীর জীবনের এমনই নানা দিক জানার সুযোগ মিলবে ‘উমা’ তথ্যচিত্রটিতে।
উমা সারা জীবন ধরে তৈরি করেছেন একের পর এক অসামান্য সব ভাস্কর্য। পেইন্টিং থেকে এমব্রয়ডারি, জাপানি পুতুল তৈরি থেকে সুপুরি গাছের ছালের উপর ছবি আঁকা! প্রায় দশ হাতে শিল্পের নানা ক্ষেত্রে নিজের দক্ষতার দৃষ্টান্ত গড়েছেন তিনি। সমাদৃত হয়েছেন, প্রশংসিত হয়েছেন দেশে ও বিদেশে। বর্তমানে এই শিল্পী ডিমেনশিয়া আক্রান্ত। স্মৃতিভ্রংশ ও বার্ধক্যের সমস্যায় জর্জরিত। কিন্তু এক আশ্চর্য মায়ার সাম্রাজ্যে তাঁর বিচরণ। আর এই কাল্পনিক জগতে আজও যেন ভাস্কর্য তৈরি করে চলেছেন উমা!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.