Advertisement
Advertisement

Breaking News

Katy Perry

ঘুরে এলেন গায়িকা কেটি পেরি, ছোট্ট ট্যুরে মহাকাশে যেতে পারেন আপনিও, খরচ জানেন?

বেজোসের সংস্থা জানাচ্ছে, যাত্রা বাতিল হলে পুরো অর্থই ফেরত পাবেন।

Want to travel in space like Singer Katy Perry? Know how to go and its cost
Published by: Sucheta Sengupta
  • Posted:April 15, 2025 6:02 pm
  • Updated:April 15, 2025 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখানে তখন চৈত্র সংক্রান্তি, বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বঙ্গ। এমনই সন্ধিক্ষণে মহাকাশ অভিযানে নতুন ইতিহাসের সূচনা হয়েছে। বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি-সহ ৬ নারী পাড়ি দিয়েছেন মহাকাশে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর মহাকাশযানে চড়ে মহাশূন্যে ঘুরেও এসেছেন তাঁরা। এই অভিযান যেমন মহাকাশযাত্রায় নারীদের আরও এগিয়ে দিল, তেমনই ভ্রমণের ক্ষেত্রে এখন মহাকাশের কথাও ভাবতে পারেন অনেকে। তাঁদেরই জন্য নতুন রাস্তা দেখাচ্ছেন ব্লু অরিজিন। যেতে পারবেন আপনিও। তবে তার আগে জেনে নিন কীভাবে যাবেন, কত খরচ।

৫ সহযাত্রীর সঙ্গে মহাশূন্যে ঘুরে এলেন কেটি পেরি।

বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযান এখন কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। গত কয়েক বছরে মার্কিন ধনকুবের মাস্ক ও বেজোসের প্রচেষ্টায় ‘স্পেস ট্যুরিজম’ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। মাস্কের ‘স্পেস এক্স’-এর মতো বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’ও কম জনপ্রিয় নয়। মহাকাশ গবেষণার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ মিশিয়ে দিয়ে মাস্ক কিংবা বেজোসের মূল লক্ষ্য, এই ভ্রমণকে জনপ্রিয় করে তোলা। আর সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রের সফল, সাহসী নারীদের নিয়ে এবার মহাকাশে ঘুরে এসেছেন ব্লু অরিজিনের তৈরি যানে। যাত্রী গায়িকা কেটি পেরি-সহ ৬ জন মাধ্যাকর্ষণের বাধা কাটিয়ে ওজনহীন অবস্থায় ১১ মিনিট ভ্রমণ করেছেন মহাশূন্যে।নিরাপদে ফিরেও এসেছেন পৃথিবীর বুকে। এমন অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানিয়েও সোশাল মিডিয়ায় কেটি পেরি লিখেছেন, ‘বাড়ির মতো আরামদায়ক আর কিছু নেই…’

Advertisement
সোশাল মিডিয়ায় পোস্ট কেটি পেরি।

জানেন কি ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে এই সংক্ষিপ্ত স্পেস ট্যুরের জন্য আপনাকে কী কী করতে হবে? খুব বেশি কিছু নয়। পকেটে বেশ বড়সড় অঙ্কের অর্থ থাকলেই কেটি পেরির মতো আপনিও যেতে পারবেন মহাশূন্যে ঘুরতে। সংস্থা সূত্রে খবর, ১৮ বছর বয়স হলেই আপনি স্পেস ট্যুরে যাওয়ার যোগ্য। কোথাও ঘুরতে গেলে যেমন আগে থেকে আপনি টিকিট বুক করেন, তেমনই এক্ষেত্রেও করতে হবে। একটি দীর্ঘ ফর্ম ফিলআপ করতে হবে আপনাকে। খরচ বাবদ পুরো অর্থ তখনই দিয়ে দিতে হবে। যদি কোনও কারণে যাত্রা বাতিল হয়, তাহলে পুরোটাই ফেরত পাবেন। খরচ অবশ্য অনেকটাই। বেজোসের সংস্থার হিসেব বলছে, ২ লক্ষ ডলার থেকে সাড়ে ৪ লক্ষ ডলার পর্যন্ত গাঁটের কড়ি খসবে। তাতে কী? নভোচরদের মতো শূন্যে ভেসে থাকা, তারাদের আরও কাছ থেকে দেখার অভিজ্ঞতা তো হবে। যা জীবনের বিরল মুহূর্ত বটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement