Advertisement
Advertisement

Breaking News

বাবার পরিচয়ে ম্যাগাজিনের প্রচ্ছদে, নেটিজেনদের সমালোচনায় বিরক্ত সুহানা

কী বললেন নেটিজেনরা?   

Vogue India accused of nepotism
Published by: Saroj Darbar
  • Posted:August 3, 2018 3:52 pm
  • Updated:August 4, 2018 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের কভারগার্ল হয়ে ওয়েব দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন শাহরুখ কন্যা সুহানা। যদিও ইদানিংকালে তাঁর বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়। কিশোর এবং তরুণদের মধ্যে তিনি মারাত্মক জনপ্রিয়ও। লন্ডনে ছুটি কাটানো থেকে মুম্বইয়ে বন্ধুদের সঙ্গে বিভিন্ন পার্টি, সুহানা ছবি দিলেই ভাইরাল। তবে অষ্টাদশীকে ‘ভোগ’ ম্যাগাজিনের কভারপেজে দেখে বহু নেটিজেনই মারাত্মক চটেছেন। তাঁদের বক্তব্য, কী এমন করেছেন সুহানা, যার জন্যে তাঁকে এতটা সম্ভ্রান্ত ম্যাগাজিনের কভারপেজে দেখা যাবে। শ্রীদেবী কন্যা জাহ্নবি তো তবু একটি ছবি করেছেন। তাঁর যোগত্যা কী? তিনি সুপারস্টার শাহরুখ খানের মেয়ে?

[পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিতের ‘এক যে ছিল রাজা’, প্রকাশ্যে মোশন পোস্টার]

এখনও পর্যন্ত ওয়েব সিরিজের তিনটি বিজ্ঞাপন এবং ডিডি ওয়ান-এর একটি শো করেছেন ভূমিকা ছেদ্দা৷ ‘ভোগ’ ম্যাগাজিনে সুহানার কভারগার্ল হওয়ার প্রসঙ্গে টুইটে সমালোচনা ঝড় বইয়ে দিয়েছেন তিনি৷ টুইটে ভূমিকা লেখেন, প্রতিদিন তিনি অডিশনের জন্য যান। আজ যেন তিনি বাতিল হয়ে না যান, প্রতিটি অডিশনেই তিনি ভয়ে ভয়ে থাকেন৷ শুধু তাই নয়, বেশিরভাগ দিন কোনও না কোনও কারণে তাঁকে বাতিল করে দেওয়া হয়। যে কারণই হোক না কেন, শুটিং বা স্লট থেকে বাদ দিতে কেউ একবার দ্বিধা পর্যন্ত করেন না। ফিট নন বলেও অনেক সময় মুখের উপর জানিয়ে দেওয়া হয় তাঁকে। অভিনয়ে জগতে থাকা সত্ত্বেও সব সময় তাঁকে লড়াই করতে হচ্ছে। অথচ, ‘ভোগ’-এর অফিস থেকে কখনও সুহানাকে জানানো হয়নি যে তিনি ফিট নন। শাহরুখ খানের মেয়ে বলেই তাঁকে বেছে নেওয়া হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন ভূমিকা৷ যদিও শাহরুখ বা সুহানাকে ব্যক্তিগতভাবে তিনি আক্রমণ করতে চাননি বলেও টুইটে জানান উঠতি টেলি অভিনেত্রী৷ ভূমিকার মতো বহু নেটিজেনই ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে সুহানার সফরকে ভাল চোখে দেখছেন না৷ নামী ম্যাগাজিনে শুধুমাত্র বাবার পরিচয় দেখে কীভাবে একজনকে সুযোগ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই৷

Advertisement

[ডিজনিল্যান্ডে হাত ধরাধরি করে ঘুরছেন রণবীর-দীপিকা, প্রকাশ্যে ভিডিও]

নেটিজেনদের সমালোচনায় বিরক্ত শাহরুখ তনয়া৷ পালটা টুইট করেন সুহানা৷ নেটিজেনদের কথায় কিছুই যায় আসে না বলেও টুইটে উল্লেখ করেন তিনি৷  

[ম্যাগাজিনের ফটোশুটে অভিষেক সুহানার, কী বললেন শাহরুখ-গৌরী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement