Advertisement
Advertisement

Breaking News

Kashmir Flies

অবশেষে কাটল আইনি জট, গোটা দেশেই দেখা যাবে ‘কাশ্মীর ফাইলস!’

কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারকে পটভূমি করেই তৈরি হয়েছে এই ছবি।

Vivek Agnihotri's The Kashmir Files releases today all over India | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 11, 2022 4:15 pm
  • Updated:March 11, 2022 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটল আইনি জট। বিনা বাধায় এবার গোটা দেশেই দেখা যাবে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘কাশ্মীর ফাইলস’ (Kashmir Files)। মুক্তির আগে থেকেই বেশ কয়েকবার আইনি বিপাকে জড়িয়ে পড়ে এই ছবি। প্রথমে এক ব্যক্তি পিএলআই করে এই ছবির মুক্তি আটকে দেওয়ার দাবি তোলেন। তবে সেই আরজি খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। তারপর এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে , ছবির গল্পে ইতিহাস ও কিছু চরিত্রকে ভুলভাবে দেখানো হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার ও তাঁদের কাশ্মীর থেকে বিতাড়িত করার মতো বাস্তবের কাহিনিকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির চিত্রনাট্য। এরকমই এক স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরি করায় প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল কাশ্মীর ফাইল। তবে এবার এই ছবির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্কোয়াড্রন লিডার রবি খান্নার স্ত্রী শালিনী খান্না।

সম্প্রতি মুম্বইয়ে এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন রবি খান্নার স্ত্রী শালিনী খান্না। তাঁর অভিযোগ, কাশ্মীর ফাইল ছবিতে তাঁর স্বামীর চরিত্রটিকে ভুল ব্যাখা করা হয়েছে। শুধু তাই নয়, এই ছবিতে বেশ কিছু দৃশ্যও সত্য ঘটনাকে ভুলভাবে ব্যাখা করে। সংবাদ মাধ্যমকে শালিনী জানান, ছবির নির্মাতাদের একথা গুলো আগেই জানিয়ে ছিলাম। কিন্তু তাঁরা খুব একটা আমল দেননি। তাই আইনি পথে হেঁটেছি। 

Advertisement

তবে শালিনীর এই মামলাও যে ধোপে টেকে না। সব বিতর্ককে উড়িয়ে শুক্রবার গোটা দেশেই মুক্তি পেল ‘কাশ্মীর ফাইলস’। 

[আরও পড়ুন: নাশকতা, বিস্ফোরণ, সন্ত্রাসবাদ! কলকাতার অন্য গল্প শোনাবে পরিচালক প্রীতমের নতুন ছবি ]

শুক্রবার জম্মু জেলা আদালতের বিচারপতির তরফ থেকে নির্দেশ জারি করে জানানো হয়েছে, ‘ মামলাকারীর স্বামী অর্থাৎ শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নার বিষয়ে সিনেমাতে ভুল তথ্য দেখানো হয়েছে। দ্য কাশ্মীর ফাইলস সিনেমার ট্রেলার, বাস্তব ঘটনাগুলির সাথে একেবারে এবং সম্পূর্ণভাবে সম্পর্কহীন এবং ভিন্ন। ২৫ জানুয়ারি ১৯৯০ সালের যে ঘটনাটি সিনেমায় দেখানো হয়েছে, যে ঘটনায় তিনি শহিদ হয়েছিলেন,সেই ঘটনাটি সিনেমায় ভুলভাবে প্রদর্শিত হয়েছে। তাই সিনেমায় ঐ অংশগুলি অপসারণ না হওয়া পর্যন্ত ছবি মুক্তিতে স্থগিতাদেশ জারি করা হচ্ছে।’

[আরও পড়ুন: ২০ কোটি টাকার বিনিময়ে বিয়ে করতে চাইলেন অনুরাগী! কী প্রতিক্রিয়া কার্তিক আরিয়ানের? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement