Advertisement
Advertisement

Breaking News

Vivek Agnihotri

‘বাচ্চারাই জওয়ান দেখবে’! শাহরুখকে তীব্র ভর্ৎসনা বিবেক অগ্নিহোত্রীর, শুনলেন পালটা খোঁটাও

এর আগেও শাহরুখের বিরুদ্ধে বলিউডকে নষ্ট করার অভিযোগ এনেছিলেন বিবেক।

Vivek Agnihotri Trolling Shah Rukh Khan's Jawan, Tweet Goes Viral | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 30, 2023 5:15 pm
  • Updated:August 30, 2023 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার একদিকে যখন চেন্নাইয়ে’জওয়ান’-এর ঝোড়ো হওয়া বইছে, তখন সোশ্যাল মিডিয়ায় ফের শাহরুখ-বিরোধী প্রচার করে বিতর্কের শিরোনামে বিবেক অগ্নিহোত্রী। বলিউডের খান-কাপুররা এমনিতেই তাঁর ‘চোখের বালি’! মাঝেমধ্যেই অযাচিতভাবে যে কোনও প্রসঙ্গ টেনে তাঁদের কটাক্ষ করতে ছাড়েন না ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। দিন কয়েক আগেই শাহরুখ খানের বিরুদ্ধে বলিউডকে কলুষিত করার অভিযোগ তুলেছিলেন তিনি, এবার ‘জওয়ান’ মুক্তির আগে ফের বলিউড বাদশাকে তীব্র ভর্ৎসনা করলেন বিবেক।

নিজের পরবর্তী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর সঙ্গে ‘জওয়ান’-এর তুলনা করে একটি মিম শেয়ার করেছেন বিবেক অগ্নিহোত্রী। যেখানে সাফ উল্লেখ করা, “শুধুমাত্র বাচ্চারাই ‘জওয়ান’-এর জন্য অপেক্ষা করছে। পুরুষরা ‘সালার’ দেখার অপেক্ষায়। আর লেজেন্ডরা মুখিয়ে রয়েছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ দেখবেন বলে।” টুইটারে বিবেকের এমন টুইট ভাইরাল হওয়ার পরই শোরোগোল। নজর এড়ায়নি শাহরুখ-ভক্তদের। কেউ কটুক্তি করেছেন, তো কেউ বা আবার পালটা বিদ্রুপ করলেন বিবেককে। পরিচালকের উদ্দেশে কিং খান ভক্তদের মন্তব্য, “নিজের ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর প্রচারের জন্য শাহরুখের নাম ব্যবহার করবেন না…।”

Advertisement

[আরও পড়ুন: আমাকে সবাই মেয়েলি বলত, তারপর শাহরুখ এল জীবনে: করণ জোহর]

প্রসঙ্গত দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী বলেন, শাহরুখ তাঁর দর্শকদের নির্বোধ মনে করেন। এটা আমি একদম সহ্য করতে পারি না। আমি মানুষের জন্য সিনেমা তৈরি করি। আর ওঁরা (শাহরুখ খান ও করণ জোহর) বক্সঅফিসের জন্য ফিল্ম তৈরি করে। আমি মনে করি এরা বলিউডের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। সমস্ত কিছু শেষ করে দিয়েছে। ওঁদের সিনেমা সফল হওয়া মানে তা শুধুমাত্রই শাহরুখের সাফল্য। আমার ছবি সফল হলে তাতে আমজনতার জয়। তাই আমাদের অবস্থান একেবারে বিপরীত মেরুতে।” শুধু তাই নয়!

SRK-Jawan

শাহরুখের সঙ্গে কি কখনও কাজ করার ইচ্ছে রয়েছে? এমন প্রশ্নের উত্তরে পরিচালকের জবাব, “শাহরুখ খান যদি আমার কথামতো কাজ করতে রাজি থাকেন, আমার কোনও অসুবিধা নেই। কিন্তু যদি তিনি আমার ছবিতে কাজ করেন, সেখানে লেখক আর পরিচালকের গুরুত্বটাই বেশি থাকবে আর নায়ক থাকবেন ব্যাকগ্রাউন্ডে, এটা হয়তো শাহরুখ মেনে নেবেন না। তাই তিনি কখনই আমার সঙ্গে কাজ করতে পারবেন না।” আর এবার বলিউড বাদশার বহুপ্রতীক্ষিত ‘জওয়ান’কে ট্রোল করলেন।

[আরও পড়ুন: ‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’, ‘ডন’ বিতর্কের পর দীপিকাকে নিয়ে কেনিয়ায় রণবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement