Advertisement
Advertisement
Bollywood News

বাদশা, সুলতানদের জন্যই ডুবছে বলিউড! শাহরুখ, সলমনদের তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর

সলমন, শাহরুখদের অনুরাগীরা রীতিমতো ক্ষেপে গিয়েছে বিবেকের উপর।

Vivek Agnihotri takes a dig at Shah Rukh Khan and Salman Khan | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 16, 2022 12:47 pm
  • Updated:July 16, 2022 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের মুখে পড়াটা একেবারে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন ‘ দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাই তো যখনই বিবেক কিছু বলেন, তা উঠে আসে খবরের শিরোনামে। এবার বলিউডের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করে শাহরুখ, সলমন, আমিরদের কটাক্ষ করে ফেললেন বিবেক। সম্প্রতি এক টুইটে স্পষ্টই বিবেক জানালেন, ‘বলিউডের রাজা, বাদশা, সুলতানদের জন্যই বলিউড ডুবতে বসেছে!’

বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি ঝড় তুলেছিল বক্স অফিসে। শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, ফিল্ম সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছিল এই ছবি। তার পর থেকেই বলিউডের অনেকের নজরই ছিল পরিচালক বিবেকের উপর। তবে বিবেক স্পষ্টই জানিয়েছিলেন, তিনি তথাকথিত স্টারদের নিয়ে ছবি তৈরি করতে আগ্রহী নন। আর এবার সে কথাই যে আরও স্পষ্ট করে বলে দিলেন তাঁর টুইটের মধ্যে দিয়ে।

Advertisement

[আরও পড়ুন: সপ্তাহ ঘুরতেই সিনেমা হল পাচ্ছে না ‘শ্রীমতী’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন স্বস্তিকা ]

বিবেক টুইটে লিখলেন, ‘বলিউডের অন্দরে যত দিন রাজা, বাদশা, সুলতান থাকবে, তত দিন এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভরাডুবি আটকানো সম্ভব নয়। মানুষের গল্প দিয়ে এই ইন্ডাস্ট্রিকে মানুষের শিল্পমাধ্যম হিসাবে গড়ে তুলতে হবে। তবেই সারা বিশ্বে বলিউড প্রতিনিধিত্ব করতে পারবে।’

বিবেকের এই টুইট নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। সলমন, শাহরুখদের অনুরাগীরা রীতিমতো ক্ষেপে গিয়েছে বিবেকের উপর। তবে বিবেকের একটাই কথা, ”আমার ছবিতে স্টাররা কখনই সুযোগ পাবেন না। অভিনেতারাই পাবেন।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই খবরে এসেছিল বিবেক অগ্নিহোত্রির পরের ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত। এমনকী, শোনা গিয়েছিল কঙ্গনার সঙ্গে নাকি দেখা করে ছবির চিত্রনাট্যও শুনিয়েছেন বিবেক। এই ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন পরিচালক অগ্নিহোত্রী। এক সাক্ষাৎকারে পরিচালক বিবেক সোজা জানিয়ে ছিলেন, ‘আমার পরের ছবিতে কঙ্গনা থাকবেন, এ খবরের কোনও সত্যতা নেই। আসলে, আমার ছবিতে তারকার প্রয়োজন নেই। অভিনেতা-অভিনেত্রীরাই আমার ছবিতে সুযোগ পায়।’ বিবেক আরও জানিয়ে ছিলেন, ‘আমার মতে ভাল পরিচালক ও ভাল চিত্রনাট্যই সিনেমার চালিকা শক্তি। এই দুটো ঠিক থাকলে, তারকার প্রয়োজন হয় না।’

[আরও পড়ুন: দার্জিলিংয়ের রেস্তরাঁয় বিয়ারে চুমুক মীরের, ‘এটাও চলে নাকি?’ প্রশ্ন নেটিজেনের ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement