Advertisement
Advertisement
Vivek Agnihotri

ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হলে এই ভিডিও দেখবেন না! ‘পাঠান’কে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর

সেন্সর বোর্ডের কাঁচির মুখেও পড়েছে শাহরুখের 'পাঠান'।

Vivek Agnihotri takes a dig at Besharam Rang song | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 29, 2022 5:09 pm
  • Updated:December 29, 2022 5:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবি বিতর্কে এবার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। না, ‘পাঠান’ ছবির পক্ষে নয়, বরং শাহরুখের এই ছবিকে নিয়ে গত কয়েকদিন ধরে চলা বিতর্ককে আর উসকে দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক।  

চলতি বছরে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি গোটা দেশে বিতর্কের ঝড় তুলেছিল। তবে সেই সব বিতর্ককে সরিয়ে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। নিন্দুকরা বলে থাকেন, বিবেক একেবারেই গেরুয়া শিবিরের পরিচালক।

Advertisement

[আরও পড়ুন: অন্য তরুণীর প্রেমে মজেছিল সিজান! তুনিশার মৃত্যুতে জোরাল সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত ]

একদিকে যখন দেশ উত্তাল ‘পাঠান’ ছবির ‘বেশরম’ গান নিয়ে। ঠিক তখনই বিতর্কের আগুন দিলেন বিবেক। টুইট করলেন একটি ভিডিও। যেখানে দেখা গেল এক নাবালিক বলিউড পরিচালকদের অনুরোধ করছে, এমন সিনেমা বানাতে যা পরিবারের সঙ্গে বসে দেখা যাবে। এই ভিডিওতে কটাক্ষ করা হয়েছে ‘বেশরম’ গানকে। এই ভিডিও শেয়ার করে বিবেক লিখলেন, ‘ধর্মনিরেপক্ষ হলে এই ভিডিও দেখবেন না!’

প্রসঙ্গত, এবার সেন্সর বোর্ডের কড়া নজরে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’। যে ছবি নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক, সেই ছবিকে এবার সেন্সর বোর্ডের কাঁচি নিচের পড়তে হচ্ছে। ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশির কথায়, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, ‘পাঠান’ ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে।

প্রসূনের কথায়, ”সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি, এর মধ্যে রয়েছে বেশরম গানও। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।”

[আরও পড়ুন:  তুনিশার মৃত্যুর পর এবার ঝুলন্ত দেহ উদ্ধার ২৩ বছরের ইউটিউবারের, ঘনাচ্ছে রহস্য]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement