Advertisement
Advertisement
Vivek Agnihotri

‘লজ্জা! এই দায় কার?’, করমণ্ডল দুর্ঘটনায় ৩৬০ ডিগ্রি ঘুরে কেন্দ্রকে কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর!

ঠিক কী বললেন পরিচালক?

Vivek Agnihotri reacts to Odisha train accident | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 3, 2023 6:42 pm
  • Updated:June 3, 2023 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাশের পাহাড়! বালেশ্বর যেন বিভীষিকা। দলা পাকানো রেলের কামরার জানলা থেকে কোথাও ঝুলে পড়েছে হাত। আবার কোথাও বা ছিন্নভিন্ন হওয়া পা ফুঁড়ে উঠেছে যন্ত্রাংশের ধ্বংসস্তূপ থেকে। এ দৃশ্য দেখে শিউড়ে উঠছে গোটা দেশ। এবার ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী।

ট্রেন দুর্ঘটনার ভিডিও শেয়ার করে পরিচালকের প্রশ্ন, “দুঃখজনক এবং অত্যন্ত লজ্জার। কীভাবে ৩টি ট্রেন একইসঙ্গে একই সময়ে একই জায়গায় এসে সংঘর্ষ ঘটে? এর দায় কে নেবে? সমস্ত পরিবারের জন্য প্রার্থনা করছি। ওম শান্তি।”

Advertisement

[আরও পড়ুন: ‘মৃত্যুপুরী বালেশ্বরের জন্য প্রাণ কাঁদছে’, শোকবার্তা দেব, জিৎ, মিমি-জয়া আহসানদের]

প্রসঙ্গত, ইতিমধ্যেই ওড়িশার এই ভয়ংকর ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনগুলিতে অ্যান্টি কলিশন ডিভাইস (ACD) ছিল না? দুর্ঘটনার পরই এমন প্রশ্ন উঠেছে। রক্ষাকবচ থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলেও মতামত একাংশের। এবার সেই সুরেই প্রতিবাদ করতে দেখা গেল বিবেক অগ্নিহোত্রী।

এদিকে এই প্রথম বলিউড পরিচালকের মুখে কেন্দ্রের সমালোচনা করতে দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া! কারণ বিবেক অগ্নিহোত্রীকে সাধারণত মোদি সরকারের হয়ে সুর চড়াতেই দেখা গিয়েছে এযাবৎকাল। এমনকী, তাঁর পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর কপালেও ‘বিজেপির প্রোপাগাণ্ডা’ ছবির আখ্যা জুটেছিল। এবার সেই পরিচালকই কিনা ৩৬০ ডিগ্রি ঘুরে ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে তোপ দাগলেন!

[আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ সলমন-অক্ষয়-বিরাটদের, রক্তদানের আরজি চিরঞ্জিবীর]

ওড়িশার বালেশ্বর যেন মৃত্যুপুরী! করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা একনিমেষে কেড়ে নিয়েছে শয়ে শয়ে প্রাণ। দুর্ঘটনাস্থলে বিভীষিকার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেহাংশ। কোথাও ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঁকি দিচ্ছে হাত-পায়ের খানিকটা অংশ, তো কোথাও পরিজনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাড়ির লোকেরা। এদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৭০০ জন। সেই প্রসঙ্গেই এবার বিবেক অগ্নিহোত্রীর তোপ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement