সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পরও ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে বিতর্ক অব্যাহত। তাতেই এবার যেন ঘৃতাহুতি দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ছবির গোটা টিমকে ‘খারাপ খবর’ জানালেন তিনি।
কী সেই খবর? ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার টিমের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন বিবেক। জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি শুনেছিলেন সিনেমা বাস্তব সমাজ ও মানসিকতা প্রতিফলিত হয়। পুরনো বিশ্বাস ভেঙে নতুন বিশ্বাস গড়ে তোলে। আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। পরিচালকের মতে, এই চিন্তাধারা সঠিক কিন্তু সবসময় সঠিকভাবে কার্যকর হয় না।
নিজের লেখার মাধ্যমে পরিচালক জানান, ভারতে ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা রিলিজ করা সহজ কাজ নয়। তাঁকেও ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’, ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার জন্য শারীরিক, মানসিক, সামাজিকভাবে নিগৃহীত হতে হয়েছে। এমনকী আগামী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর জন্যও আক্রমণ করা হচ্ছে। কলকাতার মলে তিনি নিজের বই সই করতে পারেননি বলেও অভিযোগ করেন। এরপরই পরিচালক দাবি করেন, মা সরস্বতী তাঁকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্য, ন্যায় ও ধর্ম রক্ষার লড়াই করার শক্তি দিয়েছেন।
‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজক বিপুল শাহ, নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেনকের ট্যাগ করে লেখেন, “প্রথমেই এই সাহসী চেষ্টার জন্য অভিনন্দন। একই সঙ্গে আপনাদের খারাপ খবরটি জানিয়ে রাখি, এখন থেকে আপনাদের জীবন পালটে যাবে। ভাবতে পারবেন না এত ঘৃণা পাবেন। দম বন্ধ হয়ে আসবে। মাঝে মধ্যে ভাবনাচিন্তার শক্তি হারিয়ে যাবে, ভেঙে পড়বেন। কিন্তু মনে রাখবেন, যাঁরা পরিবর্তনের ক্ষমতা রাখেন ইশ্বর তাঁদেরই পরীক্ষা নেন।” সবশেষে পরিচালক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ‘একলা চলো রে…’ লাইন মনে করিয়ে দেন। উল্লেখ্য, ইতিমধ্যেই মধ্যপ্রদেশে ‘দ্য কেরালা স্টোরি’কে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
CINEMA AND INDIC RENNIASANCE:#TheKeralaStory
I grew up listening to great filmmakers and cinema critics that the only purpose of art is to provoke people into questioning their own beliefs and biases.
I also grew up listening that cinema reflects the reality of a society.
I…
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 6, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.