Advertisement
Advertisement
Vivek Agnihotri Naseeruddin Shah

‘উনি হয়তো সন্ত্রাসের সমর্থক’, ধর্ম তুলে নাসিরুদ্দিন শাহকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর

বলিউড নিয়েও বিস্ফোরক 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক।

Vivek Agnihotri claims Naseeruddin Shah supports terrorists| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 13, 2023 6:54 pm
  • Updated:September 13, 2023 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগের কথা। বলিউড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। সিনেমার নাম করেই প্রবীণ অভিনেতা বলেছিলেন, “‘গদর ২’, ‘দ্য কেরালা স্টোরি’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিগুলোও বর্তমানে হিট হচ্ছে। বর্তমানে যা ঘটছে তা হিন্দি সিনেদুনিয়াকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, বললেও অত্যুক্তি হয় না। কোনও কারণ ছাড়াই এক সম্প্রদায়কে ছোট করা একটা বিপজ্জনক প্রবণতা।” ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে নাসিরুদ্দিনের এমন মন্তব্য নজর এড়ায়নি বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। এবার সেই প্রেক্ষিতেই প্রবীণ অভিনেতাকে পালটা কটাক্ষ করলেন পরিচালক।

৩৫০ কোটি টাকার ব্যবসা করা সিনেমার সাফল্যকে নাসিরুদ্দিন যখন ‘বিরক্তিকর’ বলে খোঁচা দিচ্ছেন, তখন বিবেক বলছেন, “উনি হয়তো সন্ত্রাসবাদের সমর্থক।” ‘দ্য ভ্যাকিসন ওয়ার’ পরিচালকের মন্তব্য, “আমি নাসির ভাইয়ের অভিনয়ের ভক্ত বলেই ‘দ্য তাসকেন্ট ফাইলস’-এ ওঁকে কাস্ট করেছিলাম। কিন্তু তার পরে ওঁর এরকম ভীমরতি কী করে হল, কে জানে! কখনও কখনও মানুষ অনেক কিছু নিয়ে হতাশ হয়ে যায়। নয়তো ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সত্যি ঘটনা দেখে ওঁর মনে হয়েছে যে ওঁর অতীতের কোনও সত্যি ফাঁস হয়ে গেছে। আসলে অন্য কারও শিল্পের মাধ্যমে কারওরই প্রকাশ্যে উলঙ্গ হওয়া না-পসন্দ।”

Advertisement

এখানেই অবশ্য থামেননি বিবেক অগ্নিহোত্রী। ধর্ম নিয়েও খোঁচা দেন প্রবীণ অভিনেতাকে। কটাক্ষ করে পরিচালকের মন্তব্য, “যে সমস্ত ছবি গণহত্যাকে ইতিবাচকভাবে দেখায় কিংবা গণহত্যার সমর্থন করে, সেগুলিতে অভিনয় করতে খুশি হন নাসিরুদ্দিন। হয়তো বা ওঁর ধর্মের জন্য। কিংবা কোনও হতাশা থেকে কিনা আমি জানি না। নইলে উনি হয়তো সন্ত্রাসকে সমর্থন করেন। নাসিরউদ্দিন কী বললেন, তাতে আমার কিছু যায় আসে না! কারণ সন্ত্রাসকে আমি কোনওভাবেই সমর্থন করি না। ওঁর হয়তো ভাল লাগে এসব।”

[আরও পড়ুন: ‘জওয়ান’-এর নতুন প্রোমোর রগরগে সংলাপের নেপথ্যে ঋতাভরী, বড় সার্টিফিকেট ‘বাপ’ শাহরুখের]

সেদিন ঠিক বলেছিলেন নাসিরুদ্দিন শাহ, যা নিয়ে এত বিতর্ক? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “এখন ঢাকঢোল বাজিয়ে নিজের প্রচারের সময়। এভাবেই দুনিয়া চলছে। লাউড হলে, তবেই ছবি হিট। ঠিক যেমন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য কেরালা স্টোরি’। এই ধরনের ছবি এখন মানুষ দেখছেন। এদিকে সুধীর মিশ্র, হনসল মেহেতা, অনুভব সিনহার ছবি কেউ দেখেন না, তাঁরাও তো সত্য ঘটনাকে তুলে ধরেন। অন্তত, ওঁরা অতিরঞ্জিতভাবে কিছু সিনেপর্দায় দেখান না। তাই হয়তো এদের ছবি চলে না।” প্রবীণ অভিনেতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার পালটা ফোঁস করে উঠলেন বিবেক অগ্নিহোত্রী। পাশাপাশি এও বললেন যে, তার আগামী ছবি ‘দ্য ভ্যাকিসন ওয়ার’ গত ৭-৮ মাস ধরে তৈরি হচ্ছে জেনেও বলিউডের কারও কোনও মাথাব্যথা নেই। এই ছবির হয়ে প্রচার তো দূরে থাক, কেউ কোনও আলোচনাও করছে না।

[আরও পড়ুন: ‘মদের গ্লাস ধরতে জানেন না মোদি’! কটাক্ষ শুরু হতেই ময়দানে কোমর বেঁধে ‘রণংদেহি’ কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement