Advertisement
Advertisement

Breaking News

The kashmir Files

এক সিরিজে ৬ পরিচালক, বলিউডে নতুন চমক দিতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী

বিবেক এখন ব্যস্ত রয়েছে 'ভ্যাকসিন ওয়ার' ছবির শুটিংয়ে।

vivek agnihotri announces new film one nation with 6 national award winning directors| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 26, 2023 4:48 pm
  • Updated:January 26, 2023 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বলিউডে রীতিমতো বোমা ফাটালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিবেক জানিয়ে দিলেন, তিনি নতুন এক সিরিজ প্রযোজনা করতে চলেছেন। যেখানে থাকবেন দেশের ৬ জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। ছবির নাম ‘ওয়ান নেশন’। ভারতের ১০০ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাসকেই সিরিজে নিয়ে আসবেন এই ৬ পরিচালক। সিরিজে উঠে আসবে বিস্মৃত দেশনায়কের গল্প। যাঁদের হাত ধরে এই দেশ উন্নয়নের পথে হেঁটেছে।

কে কে রয়েছেন পরিচালকের তালিকায়?

Advertisement

বিবেক অগ্নিহোত্রী তো রয়েইছেন। তালিকায় রয়েছেন প্রিয়দর্শন, ডক্টর চন্দ্র প্রকাশ দ্বিবেদী, জন ম্যাথু মাথান, মাজু বোহরা, সঞ্জয় পুরন সিং চৌহান।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরি করে গোটা দেশ, দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। তবে শুধু ব্যবসা নয়, সমালোচকদের কাছ থেকেই দারুণ প্রশংসা কুড়িয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। তারপর থেকেই চর্চায় ছিলেন পরিচালক বিবেক। তাঁর পরের ছবি কী? তা নিয়েও আলোচনা চলছিল বলিউডে। সব গুঞ্জনে ইতি দিয়ে এবার বিবেক নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর নতুন ছবির নাম ও বিষয়। সঙ্গে প্রকাশ্যে এনেছিলেন ছবির পোস্টারও। বিবেকের নতুন ছবির নাম ‘ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War)।

[আরও পড়ুন: গায়ের রং শ্যামলা, পরনে কালো শাড়ি, বাঁ-হাতি সরস্বতীকে পুজো করে চমক শিলাজিতের ]

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির শুটিংয়ের ভিডিও শেয়ার করে বিবেক জানালেন, ”দেশের কিছু দল, কিছু মিডিয়া ভ্যাকসিন তৈরির বিষয়কে খাটো করার চেষ্টা করেছিল। তারই উত্তর দেবে এই ছবি।”

‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির মতোই, বিবেকের এই ছবি বাস্তব ঘটনার উপর নির্ভর করে তৈরি হচ্ছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, করোনা পরিস্থিতিতে টিকা তৈরির নেপথ্যে দেশের অজানা গল্পকেই এই ছবিতে তুলে ধরতে চলেছেন বিবেক। খবর অনুযায়ী, পরিচালক ছবির শুটিং করবেন লখনউতে। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে এই ছবি মুক্তি পাবে আগামী বছর স্বাধীনতা দিবসে।

গত ১১ মার্চ মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। নয়ের দশকে কাশ্মীর থেকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল, কীভাবে পরিবারগুলির উপর চলেছিল নিপীড়ন, সেই বাস্তব চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। অনুপম খের (Anupam Kher) ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকারা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ যখন বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছিল তখনই বিবেক অগ্নিহোত্রী ইঙ্গিত দিয়েছিলেন আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ছবি করতে চান তিনি।

[আরও পড়ুন: ঠান্ডা লড়াই শেষ? ‘পাঠান’ ঝড়ের মাঝেই ৭ বছর পর আমিরের বাড়িতে সলমন খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement